Flash News
Tuesday, September 23, 2025

"পুজোর আগেই বঞ্চিত চাকরি প্রাথীদের জন্য চাকরির ব্যবস্থা, জানালো এসএসসি"

banner

journalist Name : Sumu Sarkar

#Pravati Sangbad Digital Desk:

এসএসসি-তে র‍্যাঙ্ক অনুযায়ী নয়, র‍্যাঙ্ক টপকিয়ে চাকরি পেয়েছিল অনেকেই, সেই কারণে অনেকেই যোগ্য র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। পুজোর আগেই তাদের চাকরি দেয়ার প্রক্রিয়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন ও বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য সাড়ে ছয় হাজারের ও বেশি শূন্যপদ তৈরি করেছে রাজ্য। সেই পর্যায়ে প্রথম ধাপে কর্মশিক্ষায় ৫৮৫ জন ও শারীরিক শিক্ষায় ৮২৪ জন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত এসএসসি-এর। পুজোর আগে নোটিশ দেয়া হবে জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। ১১ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে রাজ্য সরকারের দ্বারা, ঘোষণা করলেন প্রাথমিক বোর্ডের সভাপতি। ডিসেম্বরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আগেই এর আভাস পাওয়া গিয়েছিল। সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করলেন " এই সপ্তাহেই নোটিফিকেশন দিচ্ছি। নিয়োগের জন্য আমি শুন্যপদ পেয়েছি। মোট ১১ হাজার শুন্যপদ আছে। প্রতিবছর আমরা টেট নেব। এটাই আমরা চেষ্টা করছি। প্রতি বছর জানুয়ারি মাসে আমরা শূন্যপদে নিয়োগ করব"। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো প্রতিবছরই প্রাথমিক টেট-এ নিয়োগ করা হবে। প্রাথমিক বোর্ডের সভাপতি ঘোষণা করেন, ১১ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে প্রাথমিকের টেট। সোমবার বিকেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই নিয়োগের কথা ঘোষণা করেন। আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটি বৈঠক করে, সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বরের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে।
অন্য দিকে মুখ্যসচিব বলেন, এই ঘটনা শিক্ষা নিয়ে পুনরাবৃত্তি না হয়,এবার থেকে এ ধরনের নিয়োগ পত্র দেওয়ার আগে দু'বার করে চেকিং করে তবেই দেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, রাজ্য সরকার কাউকে চাকরি দেয় না। পলিটেকনিক,আইআইটি বা ভোকেশনাল কোর্স শেষ করার পর ছাত্র-ছাত্রীদের চাকরির সুযোগ করে দিতেই একটা প্ল্যাটফর্ম রাজ্য সরকার তৈরি করেছে। যাতে তাঁরা বিভিন্ন সংস্থায় প্লেসমেন্ট বা ইনটার্নসিভের সুযোগ পায়।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News