Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

৯ই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন ক্যাটরিনা-ভিকি

banner

journalist Name : Sangita Rana

#Pravati Sangbad Digital Desk:

বলিউডে এখন একটাই সরগরম খবর ভিকি-ক্যাটরিনার বিয়ে। বলিউডের অনেক সুন্দরীর মধ্যে তিনি একজন। হাজার পুরুষের স্বপ্ন সুন্দরী। তুলনা করা যায় না তাঁর রূপের। হাতে গোনা কটা দিন মাত্র তারপরেই নায়িকার নামের পাশ থেকে উঠে যাবে ব্যালেচার তকমা। বি-টাউনে একদম ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। জয়পুরে বিয়ের মরশুমে বেশ সাজো সাজো রব তৈরি হয়েছে। তাদের বিয়েতে থাকছে একাধিক বিধিনিষেধ। বিয়েতে থাকছে একাধিক লোভনীয় খাবার। সূত্র থেকে জানা গেছে, পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান সহ দেশ-বিদেশের নানা ক্যুইজিন থাকতে চলেছে তাদের বিয়ের মেনুতে।


বলিউড জুটির প্রি-ওয়েডিং ফাংশন হয়েছে   ৭ই ডিসেম্বর,গতকাল  ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রি-ওয়েডিং ফাংশন হয়েছে। 

জনপ্রিয় জুটির পরিবার রাজস্থানে পৌঁছেছেন ইতিমধ্যেই।সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যে ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল ও তাঁদের পরিবার রাজস্থানে বিয়ের স্থানে পৌঁছেছেন। রাজস্থানের সওয়াই রাজস্থানের বারওয়ারাতে বিয়ে সারবেন এই দম্পতি। এদিকে বিয়েতে চরম গোপনীয়তা রক্ষা করছেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি-ভিডিয়ো যাতে বাইরে ফাঁস না হয়, সেজন্য অতিথিদের নানা শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন তাঁরা।

বিবাহে দম্পতির খাবারের মেনু হল ভারতীয় খাবার। বাদ পড়ছে না , পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান -সহ একাধিক দেশ বিদেশের খাবার। মেনুটি ভিকি এবং ক্যাটরিনা ব্যক্তিগতভাবে গেস্ট লিস্ট এবং বিশেষ করে পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে তৈরি করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।বিখ্যাত জুটির বিয়েতে মিষ্টি আসছে সোওয়াই মাধোপুরের নামজাদা সমস্ত মিষ্টির দোকান থেকে। থাকছে নানা ধরনের মিষ্টির সম্ভারও। যার মধ্যে থাকবে রাজস্থানের বিশেষ কিছু মিষ্টির আইটেম। যেমন কাজু বরফি,ডোডা বারফি, ব্যাসন চাক্কি,গুলাব জামুন -সহ আরো অনেক কিছু।উল্লেখ্য, ইতিমধ্যে বলিউডের বিখ্যাত জুটি আইনি বিবাহ সেরে ফেলেছেন। শোনা যাচ্ছে হবু বর ভিকি নাকি ৭টি ঘোড়ায় টানা রথে চড়ে বিয়ের আসরে পৌঁছোবেন। ঝলমলে কাঁচের তৈরি মণ্ডপের নীচে ক্যাটকে বিয়ে করবেন। ৩ দিনের বিয়ের অনুষ্ঠানের ৭ই ডিসেম্বর হয়ে গিয়েছে সংগীতের অনুষ্ঠান, ৮ই ডিসেম্বর মেহেন্দি এবং ৯ই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন বলিউড জুটি। বিয়েতে মোট ১২০ জন অতিথি থাকবেন এবং ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার ভিত্তিতে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনা এবং ভিকিকে একটি OTT জায়ান্ট তাঁদের বিয়ের ফুটেজ স্ট্রিমিং করার জন্য বিপুল টাকা অফার করেছে।


ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কিনা, তা এখনও অস্পষ্ট। উল্লেখ্য, এর আগে দীপিকা এবং রণবীরকেও নাকি একই প্রস্তাব দিয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। তবে তারকা জুটি এই মুহূর্তে নিজেদের বিয়ের ছবি এবং ভিডিয়ো ফাঁস করতে নারাজ। 


পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী ঘনিষ্ঠ সূত্রে মারফত খবর, একটি অনলাইন সংস্থা নাকি ১০০ কোটি টাকার বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবির স্বত্ব কিনে নিয়েছে। পশ্চিমে সেলিব্রিটিদের তাদের বিয়ের ফুটেজ, ছবি ম্যাগাজিন এবং কখনও কখনও এমনকি চ্যানেলগুলিতে বিক্রি করা একটি সাধারণ প্রবণতা রয়েছে। কারণ প্রচুর অনুরাগীরা রয়েছেন যাঁরা প্রিয় তারকার জীবনে ঘটা বিভিন্ন মুহূর্ত দেখতে উৎসুক। স্ট্রিমিং জায়ান্ট ভারতেও একই প্রবণতা আনতে এবং তাদের বিয়ের ফ্র্যাঞ্চাইজি চালু করার পরিকল্পনা করছে। তাই তাঁরা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে ১০০ কোটি টাকা অফার করেছে’।


রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার বিয়ের আসরে আমন্ত্রিতরা প্রায় সকলেই হাইপ্রোফাইল। বিবাহের অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট কোড, যা প্রত্যেক অতিথির জন্য ধার্য করা হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ বিনোদন অন্যান্য
Related News