Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

রাণীর মৃত্যুর পরে ই ইংল্যান্ড কর্তৃক লুঠ করা মণিমুক্তা ফেরত দেওয়ার দাবি বিভিন্ন দেশের। " গিভ ব্যাক আওয়ার ডায়মন্ড", হুঙ্কার সাউথ আফ্রিকার!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

রাণী এলিজাবেথের মৃত্যুর পরেই এক নতুন বিতর্ক। রাজদন্ডে থাকা বিখ্যাত মণি যা ' গ্রেট স্টার অব আফ্রিকা ' নামে পরিচিত, ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে সাউথ আফ্রিকা। এই বিখ্যাত হীরে টি রাজদন্ডে সংযোজিত হয়েছিল ১৯০৫ সালে ঔপনিবেশিক যুগে। সোশ্যাল মিডিয়া তে এমনিতেই দাবি উঠেছে বিভিন্ন মানুষের মাধ্যমে যে, এতকাল যা কিছু ইংল্যান্ড রাজপরিবারের কর্তৃক অধিকৃত ছিল, তা অচিরেই ফিরিয়ে দেওয়া হোক। এরকম এক অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় ছ- হাজার মানুষ। 'সুলিয়ান ১' নামে পরিচিত এই হীরে আফ্রিকায় উপনিবেশ স্থাপনকারী ইংরেজ বাহিনী দ্বারা তুলে দেওয়া হয়েছিল রাজপরিবারকে। সাউথ আফ্রিকার পার্লামেন্টের সদস্য জুঙ্গুলার মতে, " ব্রিটিশ দের ,চুরি করা প্রত্যেকটা মণি -মুক্তো, সোনা দানা সব মূল্যবান বস্তু ই ফিরিয়ে দেওয়া উচিৎ।" যদিও ব্রিটিশ সরকার বা রাজপরিবার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি । এখন এটাই দেখার আসন্ন ভবিষ্যতে এ আন্দোলন কোন দিকে এগোয়।



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News