Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

জনপ্রিয়তার শীর্ষে রিলায়েন্স জিও- রইল কতগুলি জনপ্রিয় প্ল্যানের তালিকা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রিলায়েন্স জিও, ভারতের বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম এই সংস্থা। এয়ারটেল, ভিআই এর থেকে বয়সে অনেকটা ছোট হলেও সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় এই টেলিকম সংস্থা। ২০১৬ সালের শেষ দিকে ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিল রিলায়েন্স জিও টেলিকম সংস্থা। প্রথম থেকেই জনপ্রিয়তার শীর্ষে এই টেলিকম সংস্থা। রিলায়েন্স তার ইউজারদের জন্য প্রতিদিনই নতুন নতুন প্ল্যান নিয়ে আসে বাজারে। তবে আগের থেকে অনেকটাই বেড়েছে সমস্ত টেলিকম সংস্থার খরচ, কিন্তু তাতেও জনপ্রিয়তা কমেনি এই সংস্থার। বর্তমানে বেশ কতগুলি জনপ্রিয় প্ল্যান রয়েছে এই টেলিকম সংস্থার। একনজরে দেখে নেওয়া যাক প্ল্যানগুলি। ২৪৯ টাকার প্ল্যান­- এই প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ২৩ দিনের জন্য। তবে ডেটা লিমিট ক্রস করে গেলেও মিলবে ডেটা। সেক্ষেত্রে স্পীড হয়ে যাবে ৬০ কেবিপিএস। পাওয়া যাবে আনলিমিটেড কল এবং ১০০টি করে প্রতিদিন এসএমএস। ২৯৯ টাকার প্ল্যান­- ২৮ দিনের এই প্ল্যানেও মিলবে ২ জিবি করে ইন্টারনেট। শেষ হয়ে যাওয়ার পরে কমে যাবে স্পীড। আনলিমিটেড কল এবং ১০০টি করে এসএমএস-এর পাশাপাশি মিলবে জিও অ্যাপের সাবস্ক্রিপশন। ৫৩৩ টাকার প্ল্যান- এই প্ল্যানটি ৫৬ দিনের জন্য প্রযোজ্য। এই প্ল্যানেও মিলবে ২ জিবি করে ডেটা। আনলিমিটেড কলের সুবিধা। এই প্ল্যানগুলি ছাড়াও রয়েচেহ ৭১৯ টাকা, ৭৯৯ টাকা, ১০৬৬ টাকা এবং ২৮৭৯ টাকার প্ল্যান। সবকটি প্ল্যানেই পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা। ২ জিবি করে দৈনিক ইন্টারনেট এবং ১০০টি করে এসএমএস। বিস্তারিত জানতে মাই জিও অ্যাপে ক্লিক করুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News