Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

কমেছে ভর্তুকি বেড়েছে গ্যাসের খরচ, স্পষ্ট জানাল কেন্দ্র

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস পেট্রোল ডিজেল ও জ্বালানির দাম। সরকারের রাজকোষ ভরে উঠছে। অন্যদিকে ভর্তুকির পরিমাণে কমছে দিনে দিনে। ভর্তুকির খাতে খরচা যে সরকার কমেছে তা স্পষ্ট লোকসভার সরকারের দেওয়া তথ্যে।


দু'বছর আগেও অভিযোগ উঠেছিল রান্নায় ব্যবহৃত গ্যাস এলপিজি কমিয়ে দিয়েছে সরকার অথবা কোন কোন জায়গায় তা সম্পূর্ণ উঠে গেছে। পরে সরকারের বক্তব্য অনুযায়ী ঝাউদিয়া সেটা হল ভর্তুকি তুলে দেওয়া হয়নি বরং ভর্তুকি দেওয়ার প্রয়োজনই নেই। সূত্রের খবর ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম এতটাই বাড়ানো হয়েছে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এর কাছাকাছি। কলকাতায় বর্তমানে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার ভর্তুকি মেলে কুড়ি টাকারও কম। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী এর পরিবর্তে চালু হয়েছে উজ্জ্বলা যোজনা যাতে দরিদ্র নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের সংযোগ পাচ্ছে। এছাড়াও করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হয়েছে। তবে নীতি আয়োগ এর রিপোর্ট বলা হয়েছে এখনো পর্যন্ত গ্যাসের দাম এতটাই আগুন ছোঁয়া যে তার পরিবর্তে বহু মানুষ রান্নার জন্য কাঠ কয়লা ব্যবহার করছে। এছাড়াও যেসব দরিদ্র মানুষেরা উজ্জ্বলা যোজনা গ্যাস নিয়েছিল তারা দ্বিতীয় সিলিন্ডার কিনতে পারছেন না। ভর্তুকি দেওয়ার কথা থাকলেও সাধারন মানুষদের ব্যাংক একাউন্টে এলপিজি ও উজ্জ্বলা যোজনার যে ভর্তুকি প্রায় কমে গেছে তা স্পষ্ট হয়েছে গতকাল সংসদে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল সাংসদ দীপক অধিকারীর প্রশ্নের লিখিত জবাবে তেল প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ১ পরিসংখ্যান পেশ করেন তাতে স্পষ্ট হয় যে ৫ বছর আগে অর্থাৎ ২০১৬ থেকে ১৭ অর্থবর্ষে এলপিজি খাতে তাদের মোট ভর্তুকি দিতে হয়েছিল ২৬৮০২ কোটি টাকা । ২০১৮-২০১৯ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৪৩২৫৭ কোটি টাকা। কিন্তু তারপরে করণা মহামারীর পরিস্থিতিতে এতটাই কমিয়ে দেওয়া হয় যে অর্থ গিয়ে দাঁড়ায় ১১৮৯৫ কোটি টাকায়। অর্থাৎ পাঁচ বছর আগের অর্থ বর্ষের অর্ধেকেরও কম।


বর্তমান পরিস্থিতিতে এলপিজির দাম প্রায় হাজার ছুঁয়ে ছুঁয়ে। করণা পরিস্থিতিতে ভর্তুকি পর্যন্ত বন্ধ করে দিয়ে সাধারণ মানুষদের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে।  কেন্দ্র থেকে সেই কঠিন সময়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে ভর্তুকির পরিমাণ ৩০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে এবং সেই ভর্তুকি পাওয়ার জন্য এলপিজি একাউন্টের সাথে আধার কার্ড লিংক করাতে হবে। করণা পরিস্থিতিতে বহু সাধারণ মানুষ অনেক অভিযোগ জানিয়েছে এবং তাদের সম্মুখীন হওয়া সমস্যার কথা বলেছে। তাদের কথা অনুযায়ী প্রথম দিকে যে ভর্তুকি পাওয়া যেত তা ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত আনা হয়েছিল কমিয়ে। সূত্রের দ্বারা জানা গেছে কেন্দ্রের উজ্জ্বলা যোজনাতে সাধারণ মানুষ বেশি ভর্তুকি পাবে এমনটাই বলেছিল সরকার । প্রথমদিকে ১৭৫ টাকা ভর্তুকি পাওয়া যেতো এখন সেটা ৩১২ টাকা করা হয়েছে।


এলপিজি গ্যাসের দাম বর্তমানে ৯২৬ টাকা(১৪.২kg) আছে। তবে পয়লা ডিসেম্বর থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১০৩.৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভর্তুকিহীন বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের দাম ২১৭৭ টাকা হয়েছে বর্তমানে। বর্তমানে প্রায় ২৯ কোটি মানুষের কাছেই এলপিজি কানেকশন আছে এবং ৮.৮ কোটি উজ্জ্বল যোজনা কানেকশন রয়েছে। ২০২২-এর অর্থবর্ষে এই দুজনার অন্তর্গত আরও এক কোটি কানেকশন যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ অর্থনীতি
Related News