Flash News
Monday, September 22, 2025

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ২৬

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

বুধবার উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে প্রাণহানি হয়েছে অন্তত ২৬ জনের।পাশাপাশি আহত ডজনখানেক। দেশটির উত্তরাঞ্চলের একটি বনে দাবানলের আগুনে তিউনিসিয়ার সীমান্তবর্তী এলাকা এল টারফে ২৪ জন সহ সেতিফে এক মহিলা ও তার মেয়ের মৃত্যু হয়।গতকাল সন্ধ্যা থেকে হেলিকপ্টারযোগে আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নিনির্বাপককর্মীরা।পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে অন্ততপক্ষে ৩৫০ জন বাসিন্দাকে অন্যত্র নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।বুধবার দাবানলের কারণে প্রায় ১৬টি জায়গায় আগুন লেগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এল টারফ।এদিন দাবানলে নিহতদের নিয়ে আলজেরিয়ায় প্রাণহানির সংখ্যা হয়েছে মোট ৩০ জন। উল্লেখ্য, গতবছর দাবানলে প্রায় ৯০ জনে মৃত্যু হয়।অপরদিকে আগুনে পুড়ে যায় এক লাখ হেক্টর অধিক বনভূমি।পাশাপাশি গত সপ্তাহতেও বোর্দার নিকট এক ভয়াবহ দাবানলে প্রায় হাজার খানেকের বেশি উদ্ধারকর্মী উদ্ধারকার্য করেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক
Related News