#Pravati Sangbad Digital Desk:
আগামী শিক্ষাবর্ষ থেকে সপ্তাহে পাঁচদিন ক্লাস।সোমবার চাঁদপুর সার্কিট হাউসে এক সাংবাদিক বৈঠকে এমনই এক মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষার্থীদের শিখনে যাতে কোনও সমস্যা না হয়, একথা মাথায় রেখেই ক্লাসগুলো পুনর্বিন্যাসের কথা জানানো হয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে।সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল সহ আরও অনেকে।শিক্ষার্থীদের শিখন সংক্রান্ত যে পরিকল্পনা করা হয়েছে, তা চূড়ান্ত করা হয়েছে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও বক্তব্য রাখেন ডা. দীপু মনি। তিনি বলেছেন যে, বড়ো একটি চ্যালেঞ্জ আসছে। কাগজ সংকট থাকায় কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামী মাস থেকেই লোডশেডিং কমে যাবে। তবে আমাদের বইগুলো ছাপানোর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। চেষ্টা করছি আমরা সময়মতো বই দিতে পারব।