#Pravati Sangbad Digital Desk:
গত বৃহস্পতিবার গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। আর এবার সিবিআই-এর র্যাডারে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আজ সকালে সিবিআই হানা দেয় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য। একজন মহিলা আধিকারিক মিলিয়ে মোট ৪ জন সিবিআই কর্তা গিয়েছিলেন অনুব্রত মণ্ডলের বাড়ি। সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করেননি অনুব্রত কন্যা। তদন্তকারী অয়াধিকারিকদের সুকন্যা বলেন, “বাবা হেফাজতে রয়েছেন, সম্প্রতি হারিয়েছি মা-কে। এখন কোন কথা বলতে পারবো না”। মিনিট দশেক পরেই অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে আসেন চারজন আধিকারিক। তারপরে ফিরে যান বোলপুরে তাদের অস্থায়ী ক্যাম্পে। কিছুক্ষণ সেখানে থাকার পরে আবার সিবিআই-এর গাড়ি বেরিয়ে যায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উদ্দেশ্যে। অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সেই ব্যাঙ্ক।
আধিকারিকরা কথা বলেন ব্যাঙ্কের ম্যানেজারের সাথে। তারপরে সেখান থেকে বেরিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিবিআই-এর গাড়ি। সূত্রের খবর, আসানসোলের সিবিআই আদালতের থেকে আইনি কাগজপত্র নিয়ে পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই অনুব্রত কন্যার নামে চালকল, একাধিক সম্পত্তি, রিয়েল এস্টেট কোম্পানির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুধু তাই নয়, কন্যা সাবালিকা থাকাকালীন তাঁর নামে গড়ে উঠেছিল কোম্পানি। সুকন্যা মণ্ডল পেশায় একজন শিক্ষিকা। তাঁর আয়ের সাথে এত সম্পত্তির মিল খুঁজে পাচ্ছেন না সিবিআই আধিকারিকরা। অন্যদিকে গরু পাচারের টাকা শুধু একা অনুব্রত মণ্ডলই নয়, ভাগ সূত্রের দাবি ভাগ পেতেন বীরভূমের সমস্ত প্রভাবশালী ব্যাক্তিরা।