Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

স্বাধীনতার ৭৫ বছর পালনে কোচবিহার

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

'আজাদী কা অমৃত মহোৎসব' পালনে মত্ত বিভিন্ন জেলা। এরই মধ্যে প্রতি বছরের মতো চলতি বছরেও স্বাধীনতা দিবস পালনে এগিয়ে কোচবিহার। সোমবার স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কোচবিহারে জেলা শাসকের তরফে পালিত হল স্বাধীনতা দিবস। এদিন ডিএম অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক পবন কাদিয়ান। পতাকা উত্তোলনের পর গান্ধী মূর্তির উদ্দেশে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টরা। পাশাপাশি জাতীয় পতাকাকে শ্রদ্ধা নিবেদন করে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এমনকি এদিন বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয় বলে|  প্রসঙ্গত এই গৌরবময় দিবসে জেলার সাধারণ মানুষও একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। এই দিন জেলাশাসক পবন কাদিয়ান বলেন যে, আমরা ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পার করেছি। আজ এই শুভদিনে আমরা আমাদের দেশের এই অমৃত মহোৎসব পালন করছি। এর সঙ্গে এখানে আজকে বৃক্ষরোপণ ও গান্ধী মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আমদের এই অনুষ্ঠান সম্পন্ন করা হল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News