Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

স্বাধীনতার ৭৫ বর্ষ পুর্তিতে সামিল হলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের মহারাজেরা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

স্বাধীনতার ৭৫ বছর পুর্তি উপলক্ষ্যে গতকাল দেশের বিভিন্ন প্রান্তে উদযাপিত হয়েছে ভারতের এই গৌরবময় দিনটি। দিন কয়েক আগেই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যেগে ৭৫ বর্ষপূর্তি হিসেবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসুচিতে সামিল হয়েছিলেন আবাল বৃদ্ধবনিতা। শুধু তাই নয় এই উদ্যেগকে সাধুবাদ জানিয়ে কর্মসুচিতে সামিল হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সাধুরাও। এবার ১৫ই আগস্ট স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীরদের সন্মান জানিয়ে রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার, গোলপার্ক-এর পক্ষ থেকে মহা স্বাড়ম্বরে পালিত হলো স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ্য শ্রী সুপর্নানন্দ মহারাজ। 
এদিন সকাল থেকেই মিশন চত্বরে কচিকাঁচাদের ভিড় ছিল চোখে পরার মতন।  মিশন চত্বরের সর্বত্র ভারতীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছিলো। সকাল ৭.৩০টা নাগাদ অধ্যক্ষ্য মহারাজ জাতীয় পতাকা উত্তলন করেন  এবং সমবেতভাবে ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ইন্সটিটিউটের ছাতে অনুষ্ঠিত হওয়া এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অধ্যক্ষ মহারাজ এবং কচিকাঁচাদের সাথে উপস্থিত ছিল মিশনের অন্যান্য মহারাজেরা এবং বাচ্চাদের অভিভাবকেরা। সকাল থেকে কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা গেলেও, জাতীয়তাবাদী সঙ্গীত এবং ভারতীয় পতাকার সমাহার বাংলা তথা ভারতের আকাশে- বাতাসে ছড়িয়ে দিয়েছিল স্বাধীন ভারতের  গেরুয়া, সবুজ এবং সাদা রঙের ছোঁয়া। অনুষ্ঠানে অধ্যক্ষ্য মহারাজের কথায় উঠে আসে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা বিপ্লবীদের কথা, তাঁদের লড়াইয়ের কথা। অনুষ্ঠানের শেষে অধ্যক্ষ্য মহারাজ এবং অন্যান্য সবাই মিশন প্রাঙ্গনেই একটি ছোট পদযাত্রা করেন। প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা আন্দোলনে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অবদান উল্লেখযোগ্য।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image