Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

সিবিআই হেপাজতে কার্যত চুপ অনুব্রত, কথা বলতে চান মেয়ের সাথে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গত বৃহস্পতিবার রাখীপূর্ণিমার দিনে বোলপুরের বাড়ি থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। গ্রেফতারের পর থেকেই কার্যত চুপ করে গিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, গ্রেফতারির পর থেকেই মুখ ভার তৃণমূল সভাপতির, কারোর সাথে কথাও বলছেন না তিনি। এমনকি আইনজীবীদের সাথেও ঠিক মতো কথা বলছেন না অনুব্রত মণ্ডল। বাড়ি থেকে আনা মুড়ি খেয়েই থাকতে চাইছেন অনুব্রত মণ্ডল। গ্রেফতারের পরেই চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে গিয়েছিল নেতার, মাঝে মধ্যে চোখের কোনাই জলেরও দেখা মিলেছে। তবে মাঝে মধ্যে আর্জি জানাচ্ছেন একমাত্র মেয়ের সাথে একটু কথা বলার জন্য, কিন্তু তাতে রাজি নন সিবিআই কর্তারা। কিছুদিন আগেই গ্রাফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন। বিপুল পরিমাণে সম্পত্তির হদিশ মিলেছে তাঁর নামে। অন্যদিকে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিপুল অর্থ লেনদেন হয়েছে অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তাঁর স্ত্রী মারা গিয়েছেন ২০২০ সালে, ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। স্ত্রী-র স্বাস্থ্যের জন্য খরচ করেছেন লাক্ষাধিক টাকা। জেলা সভাপতি হয়ে এত টাকার উৎস কি জানতে চাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে একা অনুব্রত মণ্ডল নন, গরু পাচার মালায় জড়িত আরও অনেকেই, দাবি সিবিআই সূত্রের। মূলত বিএসএফ এর সাহায্যেই বাংলাদেশ পাচার করা হতো প্রচুর পরিমাণে গরু, প্রতি গরু পিছু টাকা আসতো অনুব্রত মণ্ডলের কাছে। তাছাড়া নজরে রয়েছে তাঁর মেয়ের দুই সংস্থাও।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News