#Pravati Sangbad digital Desk:
গতকাল বিকেলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর পক্ষ থেকে বিজ্ঞপ্তিজারি করে জানানো হয় গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তখন প্রেসিডেন্সি জেলের নিজের সেলের বাইরে হাঁটাচলা করছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলের রক্ষীদের কাছেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির খবর পান পার্থ বাবু, তারপরেই রক্ষীদের জিজ্ঞাসা করেন, “অনুব্রত কি এখানেই আসবে?” গত ২২শে জুলাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল হতেই হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পরের দিন ঠিক সকালেই গ্রেফতার করা হয় তাঁকে। আর এবার প্রায় একইভাবে বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। বর্তমানে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। গ্রেফতার হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ফোন তোলেননি মুখ্যমন্ত্রী। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলও, এদিনও ফোন তোলেননি মুখ্যমন্ত্রী। এখন সকলের মনেই প্রশ্ন, তাহলে কি এবার পার্থ চট্টোপাধ্যায়ের মতোই পরিণতি হতে চলেছে বীরভূমের বেতাজ বাদসার? এর আগে একাধিকবার সাক্ষী হিসাবে তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু বারবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন হাজিরা, তাই খানিকটা বাধ্য হয়েই গতকাল বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে দাপুটে অনুব্রত গ্রেফতারির পর থেকেই মুখ খোলেননি। সাংবাদিকদের কথায় উত্তর দেননি অনুব্রত, শুধু তাই নয় কখনও চোখের কোনে জমা জলকে মুছে নিয়েছেন তোয়ালে দিয়ে, কখনও আবার হতাশাগ্রস্ত হয়ে কপালে হাত দিয়েছেন, আবার গাড়ির সিটেই মাথা রেখে একটু জিরিয়ে নিয়েছেন অনুব্রত।