#Pravati Sangbad Digital Desk:
অবশেষে সব জল্পনার অবসান। অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সকালে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মধ্য রাতেই সিবিআই আধিকারিকরা বোলপুর এসে পৌঁছেছিলেন, তখন থেকেই জল্পনা তৈরি হচ্ছিল ধিরে ধিরে, কিন্তু একটু বেলা হতেই দাপুটে তৃণমূল নেতার বাড়িতে পৌছায় সিবিআই।
প্রসঙ্গত, এর আগে ১০ বার গরু পাচার মামলায় তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে বারবার এড়িয়ে গিয়েছেন হাজিরা, শুধু তাই নয় সরকারি চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি করে সাদা কাগজে ১৪ দিন বিশ্রাম লেখারও অভিযোগ উঠেছিল তাঁর নামে। কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন, তারপরে অনুব্রত ঘনিষ্ঠ ব্যাবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে গত সপ্তাহেই তল্লাশি চালায় ইডি। তারপর থেকেই ক্রমশ চাপ বাড়ছিল অনুব্রত মণ্ডলের ওপর। আর আজ সকাল হতেই তাঁর বাড়িতে হাজির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় সমগ্র বাড়ি, পাশাপাশি বাড়ির সমস্ত দরজাতে তালা মেরেছেন সিবিআই আধিকারিকরা, বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তাঁর দেহরক্ষীদেরও। গতকাল সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু অর্শ, ফিসচুলাসহ একাধিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। সিবিআই আধিকারিকদের জানিয়েছিলেন, “১৪ দিনের সময় চাইছি, তারপরেই আমি হাজিরা দেব”। সূত্রের খবর দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা করছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হানা দিয়ে গ্রেফতার করল কেষ্টকে।