Flash News
Tuesday, September 23, 2025

অঙ্গনওয়াড়ির গাফিলতির জেরে অভিভাবকদের বিক্ষোভ গাইঘাটায়

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

ফের অঙ্গনওয়াড়ির কর্মীদের গাফিলতির বিরুদ্ধে মঙ্গলবার গাইঘাটার একটা অঙ্গনওয়াড়ি প্রতিষ্ঠানে বিক্ষোভ করেন অভিভাবকেরা।নিম্নমানের খাবার সহ শিক্ষকদের ফাঁকির দাবিতে করা হয় এই বিক্ষোভ।এদিন এক শিশু নিখোঁজ বলে অভিযোগ করেন তাঁরা।
বেশ কিছুদিন ধরেই অঙ্গনওয়াড়ির গাফিলতির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। অভিভাবকদের দাবি, শিক্ষকরা দিনের পর দিন না আসায় এখানকার কর্মীরা দায়সাড়া হয়ে থাকেন। এমনকি বাচ্চাদের নিম্নমানের খাবার প্রদান সহ বাচ্চাদের ঠিকঠাক খেয়াল রাখা হয় না বলে অভিযোগ করেন স্থানীয় অভিভাবকেরা। পাশাপাশি এদিন সকাল থেকে একটা বাচ্চা নিখোঁজ বলে জানা গেছে।
এই প্রসঙ্গে উপপ্রধান মল্লিকা দেবনাথ জানান যে, আজকে নিম্নমানের খাবারের যে অভিযোগটা উঠলো, সেটা আগে কখনও শুনি নি। আজকেই নতুন শুনলাম। আমরা এই বিষয়ে উপরমহলে জানাবো এবং চেষ্টা করব যাতে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News