Flash News
Tuesday, September 23, 2025

রাজপথ বদলে কর্তব্য পথ, আগামী ৮ই সেপ্টেম্বর হবে নাম পরিবর্তন

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাজপথের নাম বদলে কর্তব্য পথ! এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ই সেপ্টেম্বর দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাস্তার নাম এবার বদলে যেতে চলেছে। যে রাস্তার নাম এতদিন ছিল রাজপথ। গত ১৫ই আগস্ট নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, কর্তব্য পথই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। এবার তাঁর কথা মতোই বদলে যেতে চলেছে ঐতিহাসিক রাস্তার নাম। উল্লেখ্য, ১৯১১ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে সরে আসে দিল্লি। ঠিক সেই সময় রাজা পঞ্চম জর্জ তাঁর বাবা সপ্তম এডওয়ার্ডের স্মৃতি রক্ষার্থে এই রাস্তার নাম করণ করেন ‘কিংসওয়ে’। সেই মতো লন্ডনেও রয়েছে ‘কিংসওয়ে’। তবে ১৯৪৭ সালে স্বাধীনতার পরে ‘কিংসওয়ে’ নাম পরিবর্তন করে রাখা হয় ‘রাজপথ’। আগামী ৮ই সেপ্টেম্বর সেন্ট্রাল ভিস্তা এবং তার চারিদিকের রাস্তা সাজানো হবে নতুন রুপে, সেই দিনেই হবে নাম পরিবর্তন। তবে এই প্রথম নয়, ভারতের মাটি থেকে ব্রিটিশ ছোঁয়া মুছে ফেলতে এর আগেও একাধিকবার দেখা গিয়েছে কেন্দ্র সরকারকে। প্রসঙ্গত ইন্দিয়া গেটের সামনে যেখানে রাজা পঞ্চম জর্জের মূর্তি এতদিন ধরে শোভা পেত, ঠিক সেখানেই বসেছে নেতাজির প্রতিকৃতি। আর পঞ্চম জর্জের জায়গা হয়েছে করনেশন পার্কে। অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবন যে এলাকাই অবস্থিত তার নাম ছিল রেস কোর্স, সম্প্রপ্তি তার নামও পাল্টে করা হয়েছে কল্যাণ মার্গ। সেন্ট জর্জের ক্রস সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর পতাকা থেকেও। এক কথায় বলা যায়, ব্রিটিশ চিহ্ন মুছে ফেলতে তৈরি বর্তমান ভারত, যার পথপ্রদর্শক খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।









Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News