বীরভূমের চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধিকারীকে তলব সিবিআই-এর

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

এবার সিবিআই দপ্তরে বীরভূমের চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক। সূত্রের খবর, গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের আর্থিক লেনদেনর হিসাব খতিয়ে দেখতেই তলব সিবিআই এর। ঠিক কত টাকা লেনদেন হতো এবং কারকার নামে হতো কি পরিমাণে হতো সমস্ত কিছুই খতিয়ে দেখতে চাই সিবিআই। সেই মতো আজ সকালেই কলকাতার সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছেন তারা।
উল্লেখ্য, গত আগস্ট মাসেই গরু পাচার মামলায় সিবিআই এর হাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। মিলেছে একাধিক সম্পত্তির হদিশ, মিলেছে চালকল। চালকলের ভেতরে সার দিয়ে দাড়িয়ে একাধিক দামি গাড়ি। যদিও গাড়ির মালিকদের একাংশের দাবি, গাড়িগুলি সবই অনুব্রত মণ্ডল জোর করে তাদের কাছ থেকে নিয়েছেন। অন্যদিকে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মিলেছে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। তাছাড়া অনুব্রত মণ্ডলের মেয়ে এবং আত্মীয়দের নামেও রয়েছে প্রচুর সম্পত্তি।যদিও সিবিআই এর দাবি গ্রেফতারির পর থেকে কোনো ভাবেই তদন্তে সাহায্য করছেন না তৃণমূল নেতা। অন্যদিকে আসানসোল জেল কর্তৃপক্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছে ভার্চুয়াল শুনানির। কারণ হিসাবে বলা হয়েছে স্বশরীরে অনুব্রত মণ্ডলকে আদালতে হাজির করা তাদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ অনুব্রত মণ্ডলকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ থেকে বিরোধী দলের একাংশ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News