Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

বরানগর পৌরসভা শ্রীমতী অপর্ণা মৌলিকের সাক্ষাৎকার

banner

journalist Name : Ankita

#Pravati Sangbad Digital Desk:

বরানগর পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী অপর্ণা মৌলিক আমাদের সাংবাদিকের সঙ্গে  একান্ত সাক্ষাৎকার এ উনি জানিয়েছেন যে তিনি আচমকা এসে পরেছিলেন, তারপর ওয়ার্ডের মহিলা সংরক্ষণ পদে আশার জান্য ওনার কাছে প্রস্তাব আশে। তিনি যেহেতু আইনি পেশার সঙ্গে যুক্ত ছিলেন তাই রাজনৈতিক জগতে আস্তে ওনার সমস্যা হয়নি। যেহেতু একটা আবহাওয়া ছিল সেই সূত্রপাতে ওনার রাজনিতে আসা, তিনি এও জানিয়েছিলেন যে বরানাগার পৌরসভার উন্নয়ন ওনার অঙ্গীকার এবং নির্বাচিত হয়েছিলেন মানুষের ভালবাসার জন্য। এবং মানুষের উন্নয়নের জান্য উনি আগামী দিনেও কাজ করে যাবেন। উনি এও জানিয়েছেন যে বিরোধী দলের সঙ্গে ওনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,পাশেও পেয়েছেন বহু উন্নয়ন কাজের। উন্নয়ন তালিকার মধ্যে রয়েছে রাস্তাঘাট, আলো,   পানীয় জল সুস্থ সবল পরিবেশ। তিনি এও জানিয়েছিলেন যে উনি প্রথম নির্বাচিত হন তৃণমূল কংগ্রেস থেকে ও ক্ষমতায়ে আসে সেই পার্টি থেকে। রাজ্য সরকারের সাহায্যে উনি বেশিরভাগ উন্নয়ন পরিবেশ সচেতন মূলক কাজ করেছেন তার মধ্যে মনীষীদের মূর্তি। উনি এও জানিয়েছেন যে উনি পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছিলেন এবং পূর্ণ স্বাধীনতায়ে কাজ চালিয়ে যেতে পারছেন ও  ভবিসতেও চালাতে পারবেন।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব
Related News