#Pravati Sangbad Digital:
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নী জামাই প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। জানা গিয়েছে, শুধু রাজ্যের মধ্যে দুর্নীতি করে ক্ষান্ত থাকেনি তারা। অর্থের বিনিময়ে বাংলাদেশের বহু যুবক-যুবতীদের চাকরিতে নিযুক্ত করেছে প্রসন্ন এবং তার ঘনিষ্ট বিশ্বাস নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, বসিরহাট সীমান্ত পার করিয়ে তাদের নিয়ে আসা হতো খাস কলকাতার বুকে একটি ফ্ল্যাটে। রাজারহাট-নিউটাউনের ফ্ল্যাট থেকেই তাদের যাবতীয় ভুয়ো নথিপত্র দায়িত্ব নিয়ে তৈরি করতো প্রসন্ন। তারপরে টেট এবং এসএসসি- র জন্য আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া হতো। প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেই এমন তথ্যই পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রসন্ন রায়ের আইনজীবীর বক্তব্য অবশ্য তার মক্কেলকে দিয়ে খানিকটা জোর করেই বলানো হয়েছে এই সমস্ত কথা। জানা গিয়েছে, ববাংলাদেশি যে সমস্ত যুবক যুবতীরা চাকরিতে যোগ দিয়েছে তাদের সকলকে ডাকা হবে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপশি নারী পাচারের অভিযোগ উঠেছে প্রসন্ন রায়ের ওপর। সেই ব্যাপারেও তদন্ত শুরু করেছে সিবিআই। দক্ষিণ কলকাতার সল্টলেকের অফিস থেকেই পুরো প্রক্রিয়ার তদারকি করতেন প্রসন্ন। সেই সাথে বাংলাদেশী চাকুরিজীবীদের থেকে নেওয়া হতো বিপুল পরিমাণে অর্থ। অন্যদিকে তাদের যাবতীয় নথিপত্র যেত নির্দিষ্ট স্থানে, সেখান থেকেই হতো পরের প্রক্রিয়া। জানা গিয়েছে প্রসন্ন যাদের নামের তালিকা পাঠাতেন তারা সকলেই চাকরি করেন এই রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।