Flash News
    No Flash News Today..!!
Wednesday, November 12, 2025

অবলুপ্তির পথে রাজধানী শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন, ছুটবে সেমি হাইস্পিড বুলেট ট্রেন

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বদলে যেতে চলেছে ভারতীয় রেলের বেশ কিছু ট্রেনের ভবিষ্যত। রেল সূত্রে জানা গিয়েছে এমনটাই। বর্তমানে ভারতীয় রেলের মধ্যে রাজধানী, শতাব্দী, গতিমান এক্সপ্রেস রয়েছে যা আমরা সাধারনত প্রিমিয়াম ট্রেন হিসাবেই ভেবে থাকি। রেলের হিসাবেও সেই গুলি প্রিমিয়াম ট্রেন। তবে খুব তাড়াতাড়ি ভারতীয় রেলের লাইন থেকে উধাও হয়ে যাবে এই সমস্ত ট্রেন। ইতিমধ্যেই গরীব রথের মতো ট্রেন বন্ধ করেছে ভারতীয় রেল। বর্তমানে সেমি হাইস্পিড ট্রেন চালাতে তৈরি ভারতীয় রেল।
সূত্রের খবর, হাইস্পিড ট্রেনের জন্য ইতিমধ্যেই উন্নতমানের ট্র্যাক, সিগন্যালিং সিস্টেম বসাতে শুরু করেছে রেল। সেই কাজ পুরোপুরি শেষ হলেই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন। যাতে সময় লাগবে অনেকটাই কম। গত বাজেটেই কেন্দ্র সরকার ঘোষণা করেছিল আগামী ২০২৩ সালের ১৫ই আগস্ট এর মধ্যেই দেশে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। তার কাজ ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। তারপরেই আর দেখা মিলবে না প্রিমিয়াম ট্রেনের। বর্তমানে রেলের সমস্ত আইসিএফ কোচের পরিবর্তে এসেছে উন্নতমানের এলএইচবি কোচ। যা গতির দিক থেকেও অনেকটাই এগিয়ে। ঘণ্টায় ১৪০কিলোমিটার বেগে ছুটে যেতে পারে আইসিএফ কোচ। তবে বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটে যেতে সক্ষম। যাতে যাত্রীদের সময় বাঁচবে অনেকটাই। ইতিমধ্যেই দিল্লি কাটরা রুটে বন্দে ভারত এক্সপ্রেস পরীক্ষামূলক ভাবে চালু করেছে ভারতীয় রেল। সফল হওয়ার পরেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বন্দে ভারত এক্সপ্রেসের দরজা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News