গ্রেফতারির পরে প্রথম মুখ্যমন্ত্রীর মুখে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, মেয়ো রোডের সভা থেকে কেন্দ্রকে কটাক্ষ করলেন মমতা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মেয়ো রোডের সভাই বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এদিন অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন, “পার্থ-অনুব্রত সবাই চোর। আর বাকিরা সাধু”। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল তাঁর নাম। গত জুলাই মাসের ২৩ তারিখে রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাড়ি থেকে মিলেছেন নগদ কয়েক কোটি টাকা। সেই সাথে মিলেছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও। তার কিছু দিন পরেই ১১ই আগস্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বর্তমানে তাঁর ঠিকানা এখন আসানসোল সংশোধনাগার। 


যদিও এর আগে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় কেষ্ট-র পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি আরও বলেন, “আদালতের ওপর আমার ভরসা আছে। দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে”। তিনি আরও বলেন, “আমি ইডি সিবিআইকে সম্মান করি। কিন্তু তাঁরা যদি পক্ষপাতিত্ব করেন তাহলে আমরা আদালতে যাবো”। কার্যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমাকেও চোর বলা হচ্ছে। আমি এই সমস্ত কিছু বরদাস্ত করবো না”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি রাজনৈতিক
Related News