Flash News
Monday, September 22, 2025

সামনের বছরে শুরু হবে "যমালয়ে জীবন্ত ভানু" র শ্যুটিং, ভানুর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় কে

banner

journalist Name : Payel Saha

#Pravati Sangbad Digital Desk:

২৬ আগস্ট অর্থাত্‍ আজ তাঁর জন্মদিন। যাঁর সংলাপে বাঙালি চিরকাল হেসেছে এবং তাঁর মতো চরিত্রাভিনেতা কমই পেয়েছে বাংলা ইন্ডাস্ট্রি। তাঁর নাম শুনলেই মনে পড়ে যায় 'গল্প হলেও সত্যি', 'আশিতে আসিও না', 'ভানু গোয়েন্দা জহর এ‌্যাসিস্ট‌্যান্ট', 'পার্সোনাল এ‌্যাসিস্ট‌্যান্ট', 'ভানু পেল লটারি', 'অদৃশ‌্য মানুষ', 'হসপিটাল' ইত‌্যাদি ছবির কথা। হ্যাঁ, কথা হচ্ছে রুপোলি পর্দার অবস্মিরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ‌্যায় প্রসঙ্গে। সময় পাল্টে গেলেও বাঙালির মনে আজও অভিনেতা ভানু বন্দ্যোপাধ‌্যায়ের স্মৃতি আগের মতোই উজ্জ্বল। 'সাড়ে চুয়াত্তর'-এর 'মাসিমা মালপো খামু' সংলাপ আজও বাঙালির মুখে মুখে ঘোরে। তাঁর ১০১তম জন্ম বার্ষিকীতে একটি নতুন ছবির ঘোষণা সামনে এল। যার নাম 'যমালয়ে জীবন্ত ভানু'। এমন একটি গল্প ছবির ভিত, যেখানে অভিনেতার চিরস্মরণীয় ছবির দৃশ‌্যগুলো তো থাকবেই, সেই সঙ্গে তাঁর সমসাময়িক কালের কিংবদন্তি অভিনেতাদের স্মৃতিও রঙিন হয়ে উঠবে দর্শকের হৃদয়ে। মলাটরোলে অর্থাত্‍ ভানু বন্দ্যোপাধ‌্যায়ের ভূমিকায় পাওয়া যাবে শাশ্বত চট্টোপাধ‌্যায়কে আর ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল। ছবি প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক সায়ন্তন বললেন, 'প্রচুর বাঙালির মতো আমিও ভানু বন্দ্যোপাধ‌্যায়ের ফ‌্যান। সেই বাঙালি আবেগকে ছুঁয়ে ছবিটা করতে চাই। 'যমালয়ে জীবন্ত মানুষ' ছবিটাকে তো ছুঁয়ে যাবই, সেই সঙ্গে নানা গল্পের রেফারেন্স নিয়ে এখনকার দিনের একটা ছবি করতে চলেছি। যেখানে 'ভানু বন্দ্যোপাধ‌্যায়' একটা চরিত্র। সেই চরিত্রে শাশ্বত চট্টোপাধ‌্যায় থাকবেন। আমরা লুক সেট করেছি। তার রেজাল্ট খুবই এক্সাইটমেন্ট তৈরি করেছে। এই ছবিটা ফ‌্যান্টাসি-কমেডি জনারেরই হবে। ওঁর প্রতি এটা আমাদের শ্রদ্ধার্ঘ‌্য। সেই জন‌্যই ১০১তম জন্মদিন উপলক্ষে আমাদের এই ঘোষণা এবং এই ছবিটার সঙ্গে 'যমালয়ে জীবন্ত মানুষ'-এর একটা যোগ অবশ‌্যই থাকবে। যা বাঙালির সেই নস্টালজিয়াকে হিট করবে বলেই আমার ধারণা। খুব যত্ন নিয়ে আমরা এখন গল্পটা লিখছি। একটু সময় নিতে চাই। সে জন‌্য গল্প নিয়ে এখনই খুব বেশি বলতে চাইছি না। সামনের বছরের শুরুতে শুটিং শুরু করব।' 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র
Related News