Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আসছে গুলাব, বাংলার উপকূলে চূড়ান্ত সতর্কতা! সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা। মঙ্গল ও বুধেও ভারী বৃষ্টির পূর্বাভাস

banner

journalist Name : Abhinaba Poddar

#Kolkata:

প্রবল ঝোড়ো হাওয়া৷ সঙ্গে নাগাড়ে বৃষ্টি৷ দিঘায় উত্থাল-পাতাল সমুদ্র যেন ডাঙায় উঠে আসতে চাইছে! অগত্যা, ঝুঁকি নিতে নারাজ প্রশাসনের তরফ থেকে দ্রুত পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ জারি করা হল৷

নিম্নচাপে আবারও সর্তকতা জারি হয়েছে উপকূলবর্তী এলাকা‌। সৈকত নগরীর দিঘা, মন্দারমনি ও তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে বারণ করা হচ্ছে। মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হওয়ায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷

কলিঙ্গপত্তনম থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ফলে  বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা। মঙ্গল ও বুধেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তবে গুলাব সরাসরি তার ধ্বংসাত্মক প্রভাব ফেলবে না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

গুলাবে পশ্চিমবঙ্গে স্বস্তির আশ্বাস পাওয়া গেলেও নিম্নচাপে ফলে শঙ্কা তৈরি হয়েছে। রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্য়ে ল্যান্ডফলের আশঙ্কা। বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। 

ইতিমধ্যেই সমুদ্রে মৎস্য শিকার করার ক্ষেত্রে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সৈকত দিঘায় বেড়াতে আসা পর্যটকদের হোটেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আপৎকালীন তৎপরতায় সতর্ক পুলিশ, প্রশাসনের আধিকারিকরা। তার পাশাপাশি একের পর এক এলাকা পরিদর্শন করছেন জনপ্রতিনিধিরা৷

দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সবকটি জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই সব রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৫ অক্টোবর পর্যন্ত। ঘূর্ণিঝড় "গুলাব" (Cyclone Gulab) ও জোড়া নিম্নচাপের জেরে রেড অ্যালার্ট জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অন্যান্য