Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

প্রথম দিনের শেষে ২২১ রানে ভারত, সাথে ছিল মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরি

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গত ২৯শে নভেম্বর কানপুরের গ্রিনপার্ক ময়দানের কালো পিচে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট সিরিজের শেষ দিনে এক উইকেটের জন্য অধরা থেকে গেছিল ভারতের জয়, আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়ে গেল সেই যুদ্ধের দ্বিতীয় পর্ব। প্রথম টেস্টে অধিনায়ক ছিলেন আজিঙ্ক রাহানে, কিন্তু দ্বিতীয় পর্বের শুরুতে দলের হাল ধরেছেন বিরাট কোহলি। তবে ম্যাচ শুরুর আগেই ধাক্কা খেয়েছে দুই দল। ভারতের হয়ে মাঠে নামবেন না আজিঙ্ক রাহানে, জাদেজা এবং ইশান্ত শর্মা, আর কিউয়িদের ক্যাপ্টেন উইলিয়ামসন। যতদূর জানা গেছে চোটের কারনেই এই রদ বদল।


প্রথম দিনে বৃষ্টির কারণে কিছুটা বাধা পেয়েছে ম্যাচ, খেলা শুরু হয়েছে বেলা ১২টাই, নষ্ট হয়েছে ১২ ওভারের খেলা। বেলা ১১টা ৩০ নাগাদ টস হল, টসে জিতল ভারত। টসে জিতে অধিনায়ক বিরাট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ভারতের হয়ে মাঠে নামলেন দুই ওপেনার শুভমন গিল আর মায়াঙ্ক আগারওয়াল, প্রতিপক্ষ টিম সাউদি। সাউদির প্রথম ওভারে ব্যাটে বলে এক করতে পারেনি ভারতের দুই ব্যাটসম্যান, তবে ৫ ওভারের শেষে ভারতের খাতাই ২১ রান। ২১ বলে ৮ রান নিজের নামে করেছেন মায়াঙ্ক এবং ৯ বল খেলে ১৩ রান করেছেন শুভমন। বেলা ১টা নাগাদ ১৫ ওভারের খেলা শেষ। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪৫ কোন উইকেট না হারিয়ে। তখন ১৯ ওভার, কোন উইকেট না হারিয়ে ভারত ৫০ রান অতিক্রম করলো ভারত। শুভমন এবং মায়াঙ্ক দুই জনেই ১৯ ওভারের শেষে ২৮ রান করে নট-আউট। ভারতের স্কোর ৫৬/০।


২৭ ওভার ৩ বলে টম ব্লান্ডেলের বলে আউট হলেন শুভমন গিল। ৭১ বল খেলে ৪৪ রান করেছেন তিনি, মাঠে নামলেন নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ২৭ ওভারের শেষে ভারতের রান ৮০ ১ উইকেটের বিনিময়র। এরপরই ২৯তম ওভারে ভারতীয় বংশদুত আজাজ প্যাটেলের বলে আউট হলেন পূজারা, ৫ বলে শূন্য রানে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। মাঠে নামলেন কিং কোহলি, আজাজ তাঁকে খাতা খোলার সময় টুকুও দেয়নি। ৮০ রানে ভারত ৩ উইকেট হারিয়েছে। মাঠে নামলেন তরুণ আইয়ার। ৩৩তম ওভারে ভারতের স্কোর ১০১, ৩ উইকেট হারিয়ে। ৩৬ ওভার ৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মায়াঙ্ক, আগের সিরিজে হাড়ের বদলা নিতে পুরোপুরি প্রস্তুত টিম ইন্ডিয়া। চায়ের বিরতিতে ৩৭ ওভারে ভারতের স্কোর ১১১, ৩ উইকেটের বিনিময়ে। শ্রেয়াস আইয়ার ২১ বলে ৭ রান করেছে এবং মায়াঙ্কের স্কোর ১২১ বলে ৫২। ৪৭ ওভারের শেষে ভারতের স্কোর দাড়াই ১৫৬, ৩ উইকেটের বিনিময়ে। তবে ৪৭ ওভার ৪ বলে আজাজ প্যাটেলের বলে আউট হয়ে ক্রিজ ছাড়তে বাধ্য হন শ্রেয়াস আইয়ার, ৪১ বলে ১৮ রান করে ফিরে যান তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান বাংলার ঋদ্ধিমান  সাহা, ভারতের স্কোর দাড়াই ১৬০ রান, ৪ উইকেট হারিয়ে। ৫৯তম ওভারে ভারতের স্কোর পৌঁছায় ১৯৩ রানে । ১৯৬ বলে সেঞ্চুরি করেন মায়াঙ্ক আগারওয়াল। ঋদ্ধিমান সাহা ৩৪ বলে ১৬ রান করে নট-আউট। শেষ পর্যন্ত ৬২ ওভারে ভারত ২০০ রানের লক্ষ্য মাত্রা পূরণ করে। এরপর মেঘলা আবহাওয়া আর কম আলোর কারণে ৭০ ওভারে শেষ হয় ভারতের ব্যাটিং পর্ব। দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর ২২১ রান, সাথে ছিল মায়াঙ্কের শতরান, ঋদ্ধিমান সাহা ৫৩ বলে ২৫ রান করে ক্রিজে টিকে আছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ ফুটবল ক্রিকেট
Related News