#Pravati Sangbad Digital Desk:
দীর্ঘ টানাপড়েনের পর কিছু দিন আগেই শুরু হয়েছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। কিন্তু বউ বাজার কাণ্ডের জট কাটতে এখনও বেশ কিছু সময় লেগেই যাবে, অন্য দিকে বিশবাঁও জলে নর্থ সাউথ মেট্রোর বাকি অংশের জমি জট এখনও মেটেনি পুরোপুরি। তবে এর মধ্যেই খুশির খবর শীঘ্রই ছুটবে জোকা-বিবাদী বাগ মেট্রো। সেই কারনে সম্প্রতি অবসর নেওয়া মেট্রোর নন এসি রেক আনার কাজও শুরু হয়ে গিয়েছে নোয়াপাড়া কার শেড থেকে।
কিন্তু রেক আনার সময়েই বিপত্তি। রেক বহনকারী ট্রেলার হঠাৎ করেই রাস্তার কাদাতে আটকে যায়, তবে ইতিমধ্যেই উদ্ধার করা গিয়েছে সেই রেক। মেট্রো রেল সূত্রে খবর, চলতি বছরেই নর্থ সাউথ লাইনের সাথে জুড়ে যাবে জোকা তারাতলা মেট্রোর লাইন। আরও জানা গিয়েছে রেক পৌঁছানো মাত্রই শুরু হবে ট্রায়েল রান। আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত ছুটবে মেট্রো, তাই ১৫ই আগস্টের মধ্যেই শুরু হবে ট্রায়াল রান। প্রসঙ্গত, লাইন পাতার কাজ পুরোপুরি শেষ হলেও, এখনও পর্যন্ত বসেনি সিগন্যাল সিস্টেম, যার জন্য মেট্রোর একটি রেককেই প্রথমে আপ লাইনে এবং পরে ডাউন লাইনে চালানো হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়া শেড থেকে বের করার সময় নন এসি রেকটির স্বস্থ্য পরীক্ষা করেছেন রেলের ইঞ্জিনিয়াররা এবং রেক জোকাতে এসে পৌঁছলে ট্রায়াল রানের আগে আবারও করা হবে স্বাস্থ্য পরীক্ষা। অন্যদিকে হাওড়া মেট্রোর কাজ প্রায় শেষের মুখে, হাওড়া মেট্রো চালু হলেই ভারতের প্রথম মেট্রো ছুটবে গঙ্গার নীচ দিয়ে।