Flash News
Tuesday, September 23, 2025

টিকিটের লম্বা লাইনে দাঁড়ানোর দিনের অবসান, নয়া ব্যবস্থা রেলে

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

রোজকার যাতায়াতের যাত্রীদের জন্য এই খবর ভীষণ প্রয়োজনীয়। যাত্রীদের সুবিধার্থে টিকিট কাটার একটি নতুন ব্যবস্থা শুরু করা হয়েছে রেলের পক্ষ থেকে। যার জেরে যাত্রীদের আর টিকিটের জন্য দীর্ঘ সময়ে লাইনে দাঁড়াতে হবেনা। এই নয়া ব্যবস্থায়, স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন থেকে পাওয়া সুবিধাগুলির জন্য ডিজিটাল লেনদেনের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। যার মাধ্যমে, গ্রাহকরা এটিভিএম থেকে সমস্ত রকম টিকিট সহ মাসিক পাসের ক্ষেত্রেও ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। এমনকি অনেক রেলস্টেশনে এটিভিএম, ইউপিআই ও কিউআর কোড বসানোরও ব্যবস্থা করা হয়েছে বলে এমনটাই জানা গিয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা এটিভিএম স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।
উল্লেখ্য যেসব স্টেশনে যাত্রীর ভিড় বেশি, সেই সব স্টেশনে এটিভিএম-এর সুবিধা চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই স্টেশনগুলিতে রেলওয়ে বোর্ড প্রায়ই যাত্রীদের তরফ থেকে একাধিক অভিযোগের সম্মুখীন হয়েছে বলে জানা গিয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করা। এমনকি দীর্ঘক্ষণ লাইনের কারণে ট্রেন ধরতে না পারার ঘটনাও ঘটেছে তাঁদের।
প্রসঙ্গত রেলওয়ের এই ব্যবস্থায় গ্রাহকরা Paytm, PhonePe, Freecharge এবং অন্যান্য UPI মাধ্যমে, QR কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন। গ্রাহকরা মেশিনে QR কোড ফ্ল্যাশ করতে দেখতে পারবেন। গ্রাহকরা এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার পরে তাঁর গন্তব্যের টিকিট পাবেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন প্রযুক্তি
Related News