#Pravati Sangbad Digital Desk:
গত ২৩শে জুলাই, টানা ২৭ ঘণ্টার তদন্তের পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশ ৪৮ ঘণ্টা পরপরই স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে প্রাক্তন মন্ত্রীর, সেই রিপোর্ট খতিয়ে দেখবে আদালত। আদালতের নির্দেশ মতো আজ জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গাড়ি থেকে নামতেই মুখের মাস্ক নামিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে চিল্লিয়ে বললেন, “আমি নির্দোষ, আমার বীরুধে চক্রান্ত চলছে”।
উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই সাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছে পার্থ ঘনিষ্ঠা অর্পিতাও। কিন্তু এতো দিন পর্যন্ত মুখ খোলেননি প্রাক্তন মন্ত্রী, কাল রাজ্যের মন্ত্রিত্ব এবং শাসক দলের সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, আর আজ সকালেই পার্থ বাবুর মুখে এই কথা শুনে অবাক হচ্ছেন অনেকেই। বিরোধীদের মতে, এবার হয়তো পার্থ বাবু দুর্নীতির সাথে জরিয়ে থাকা বাকিদের নাম বলবেন। প্রসঙ্গত, গত শনিবার সকালে সাংবাদিকদের প্রশ্নে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, “ দিদিকে ফোন করেনি, তিনি আমার ফোন ধরেননি”। তবে ঘাসফুল শিবিরের দাবি অবশ্য, “ এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের, দল এর দায় নেবে না”। অন্যদিকে মন্ত্রীত্ব থেকে অপসারণের পরে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে অন্য কথা, তিনি বলেন, “ পার্থকে আমি রিলিভ করলাম, আপাতত তাঁর দপ্তরগুলো আমার কাছে থাকবে। আগে নিজেকে নির্দোষ প্রমাণ করুন, তারপরে স্বসন্মানে দলে ফিরে আসবেন”, সেই সাথে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ আমাদের দল দুর্নীতি বরদাস্ত করে না, আমরা এই ব্যাপারে খুব কঠোর”।