Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

৪জি এর থেকে ৫জি পরিষেবার দাম কতটা বেশি! রইল কিছু তথ্য

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ধীরে ধীরে প্রযুক্তি এগিয়ে চলেছে, আর এগিয়ে চলেছে মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি। বিংশ শতাব্দির শুরুর দিকে ধীরে ধীরে শুরু হয়েছিলো ইন্টারনেট পরিষেবা, বর্তমানে ইন্টারনেট ব্যাবহার করেনা এমন মানুষের সংখ্যা হাতে গোনা। যত দিন এগিয়েছে ততই প্রজুক্তিগত দিক দিয়ে উন্নত হয়েছে ইন্টারনেট পরিষেবা। ২জি থেকে ৩জি, ৪জি বর্তমানে ৫জি। অর্থাৎ যতদিন এগিয়েছে বেড়েছে ইন্টারনেটের গতিও। বর্তমানে ভারতের সমস্ত জায়গাই ৪জি পরিষেবা চালু রয়েছে, কিন্তু টেলিকম সংস্থাগুলি ৫জি প্রযুক্তির দিকে নজর দিচ্ছে, কারণ ৪জি এর থেকে ৫জি পরিষেবা অনেকবেশি দ্রুততার সাথে ইন্টারনেট ব্যাবহারের সুবিধা দেয়। ইতিমধ্যেই স্যামসাং, অ্যাপেল এর মতো বহুজাতিক সংস্থা তাদের স্মার্ট ফোনগুলির মধ্যে ৫জি পরিষেবা দিতে শুরু করেছে, যাতে ভারতে ৫জি টাওয়ার চালু হওয়ার সাথে সাথেই তাদের গ্রাহক এর সুবিধা পাই।
এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া এর মতো সংস্থাগুলি ৫জি চালু করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে। তবে বর্তমানে বাজার দরের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ৪জি প্ল্যান গুলির দাম, গ্রাহকদের মনে এখন একটাই প্রশ্ন তাহলে কি ৫জি পরিষেবা চালু হলে আরও বেশি দাম দিয়ে কিনতে হবে প্ল্যান। জানা গিয়েছে ৪জি এবং ৫জি পরিষেবার মধ্যে খুব একটা দামের পার্থক্য হবে না, প্রাথমিক ভাবে ৪জি প্ল্যানের থেকে ১০ শতাংশ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেতে পারে চার্জ। তবে নিজেদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য টেলিকম সংস্থাগুলি নিজেদের প্ল্যানে বিশেষ কিছু ছাড় দিতে পারে বলেও শোনা যাচ্ছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News