Flash News
Tuesday, September 23, 2025

টিকিট কনফার্ম হওয়া নিয়ে চিন্তার অবসান, মধ্যবর্তী স্টেশনেও মিলবে কনফার্ম টিকিট

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় রেলের পক্ষ থেকে এক বড় ঘোষণা করা হলো। এতদিন পর্যন্ত যেখান থেকে ট্রেন ছাড়ছে সেখান থেকে টিকিট কাটলে কনফার্ম টিকিট মিলতো তবে এবার থেকে মধ্যবর্তী স্টেশন থেকে টিকিট কাটলেও মিলবে কনফার্ম টিকিট। ভারতীয় রেল কর্তৃপক্ষ যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক পরিবর্তনে এবং সুযোগ-সুবিধা আনছে রেল যাত্রায় এর মধ্যেই প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা যোগ হয়েছে। তার মধ্যেই টিকিট কনফার্ম হওয়ার সমস্যার এক অভিনব সমাধান আনলো রেল কর্তৃপক্ষ। ইস্ট রেলওয়ের পক্ষ থেকে সর্বপ্রথম এই প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু করা হলো এরপর ধাপে ধাপে সমস্ত রিজিয়নে এই পরিষেবা চালু করা হবে। যাত্রীরা যাতে যে কোন মেল বা এক্সপ্রেস ট্রেনে মধ্যবর্তী স্টেশন থেকেও টিকিট কাটলে কনফার্ম টিকিট পাই সেই জন্যই এই বিশেষ সুবিধা। আপাতত এই সুবিধা সমস্তিপুর ডিভিশনের সাহারসা পাটনা রাজধানী সুপারফাস্টে চালু করা হয়েছে। এই ট্রেনের যাত্রীদের কাছ থেকে বেশ ভালই সাড়া পাওয়া গেছে এই পরিষেবার দ্বারা যার ফলে দূরপাল্লার ট্রেন গুলিতে এই পরিষেবা দ্রুত চালু করা হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News