Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পার্থ চট্টোপাধ্যায়ের বহিস্কারের দাবিতে সরব কুণাল ঘোষ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গ্রেফতার হয়েছেন ৬ দিন আগেই, কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তিনটি দপ্তরের গুরু দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধেই, সেই সাথে দলের সেকেন্ড ইন কম্যান্ডও এখনও সেই পার্থ চট্টোপাধ্যায়। বিরোধী শিবির একাধিকবার প্রশ্ন তুলেছে, এখনও পর্যন্ত কেন দল বহিস্কার করেনি পার্থ চট্টোপাধ্যায়কে? তবে এবার একই প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দলের পদ থেকে এবং রাজ্যের মন্ত্রিত্ব থেকে কার্যত বহিস্কার করার দাবি জানিয়েছেন তিনি। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, “ আমি যদি ভুল কিছু দাবি করে থাকি, তাহলে আমাকে বহিস্কার করা হোক। আমি দলের একজন সৈনিক হিসাবে কাজ করবো।“

প্রসঙ্গত গত শুক্রবার সকাল ৭টা থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরের দিন অর্থাৎ শনিবার সকাল ১০টা, টানা ২৭ ঘণ্টা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, টানা ২৭ ঘণ্টার জেরার পরে গ্রেফতার করা হয় তাকে, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠা বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও মেলে নগদ ২০ কোটি টাকা সেই সাথে সোনার গয়না এবং রাজ্যের শিক্ষক নিয়োগের সমস্ত নথি। সেখানেই শেষ নয়, এরপর একাধিক জায়গাই খোঁজ মেলে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির, সেই সাথে গতকাল অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানেও মেলে টাকার পাহাড়, সেই সাথে সোনার বিস্কুট। তারপরেই নিজের টুইটার হ্যান্ডেল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বহিস্কারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র। অন্যদিকে গত বুধবার হিন্দমোটরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “ আইনত ভাবে যদি পার্থ চট্টোপাধ্যায় দোষী প্রমানিত হন তাহলে দল উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করবে”, সেই সাথে তিনি আরও বলেন,” বড় প্রতিষ্ঠান চালাতে গেলে অল্পস্বল্প ভুল হতেই পারে”। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে উত্তাল হয়ে পরে রাজ্য রাজনীতি। অনেকের মতে, মুখ্যমন্ত্রী  এখনও তাঁর দলের সেকেন্ড ইন কম্যান্ডকে আগলে রাখার চেষ্টা করছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News