Flash News
Tuesday, September 23, 2025

মিছিল-মিটিংয়ের শহরকে আর বিক্ষোভ-নগরী হতে দেওয়া যায়না : হাইকোর্ট

banner

journalist Name : Samata Chakrabort

#Pravati Sangbad Digital Desk:

চাকরির দাবিতে ধর্নায় বসতে চেয়ে কলকাতায় হাইকোর্টে মামলা করেছিলেন চাকরিপ্রার্থীরা। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে এমনি  মন্তব্য  কলকাতা হাইকোর্টের। বিচারপতি শম্পা সরকারের চাকরিপ্রার্থীদের আইনজীবীর উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, ‘কলকাতা শহর বিক্ষোভ নগরী হতে পারেনা।’চাকরির দাবিতে ইতিমধ্যে কলকাতায় ধর্নায় বসে আন্দোলন চালাচ্ছেন এসএসসি, এমএসসির চাকরি প্রার্থীরা। এর আগে চাকরিপ্রার্থীরা আন্দোলনের জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চাইলে,  অনুমতি না মেলায়  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তাদের আন্দোলনের জন্য অনুমতি নিয়েছিলেন। 

সেরকমই কলকাতায় মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে ধর্নায় বসার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা বিষয়ের চাকরিপ্রার্থীরা। পুলিশ তাদের অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।  মামলাটি বিচারপতি শম্পা সরকারের এজলাসে উঠলে তিনি মন্তব্য করেন, ‘প্রতিবাদ করুন। কিন্তু, আর কতদিন? কলকাতা শহর বিক্ষোভের নগরী হতে পারে না। আপনাদের যা অভিযোগ রয়েছে তা নিয়ে তো সিবিআই তদন্ত করছে!’ মামলাকারীদের পক্ষে আইনজীবী তাঁর যুক্তিতে বলেন, ন্যায্য অধিকারের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার চাকরিপ্রার্থীদের রয়েছে।’ যদিও রাজ্যের পক্ষ থেকে দাবি জানানো হয়, এর আগে দেখা গিয়েছে চাকরিপ্রার্থীরা তিন দিনের অনুমতি চেয়ে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যদিও পুলিশ কেন মামলাকারীদের ধর্নায় বসার অনুমতি দেয়নি তা নিয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছেন বিচারপতি। ২৫ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি শিক্ষা
Related News