Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

কলকাতার দূষন কমাতে ফের জারি কড়া নির্দেশিকা

banner

journalist Name : Samata Chakraborty

#Pravati Sangbad Digital dDes:

কলকাতা সহ গোটা রাজ্যের পরিবেশ নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন পরিবেশবিদরা। এবার পরিবেশ সংক্রান্ত একটি মামলায় ফের বেশ কিছু নয়া নির্দেশ দিল গ্রিন ট্রাইব্যুনাল। ২০১৪ সালে পরিবেশবিদ সুভাষ দত্তের করা মামলার ভিত্তিতে এ দিন সেই  একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পুরোনো গাড়ি নিয়েও নির্দেশিকাও।

পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নয়া নির্দেশ দেওয়া হয়েছে। ধাপা সহ রাজ্য জুড়ে যেখানে কঠিন বর্জ্য ফেলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ব্যবহারযোগ্য এবং অব্যবহারযোগ্য  বর্জ্য আলাদা করার যন্ত্রের সংখ্যা বাড়াতে হবে। প্রসঙ্গত, এ নিয়ে আগেও পুরসভার তরফে এ বিষয়ে অ্যাকশন প্ল্যান তৈরি করা হলেও বাস্তব চিত্র সন্তোষজনক নয়। শব্দ দূষণ রোধেও নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। ফের কলকাতার রাস্তায় যাতে ১৫ বছরের বেশি পুরনো বাস- গাড়ি না চলে সে বিষয়ে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন দেখার নির্দেশের বাস্তব প্রতিফলন কতটা হয়

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবেশ
Related News