Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দেখে নিন বর্ষায় চুলের শুষ্কভাব ও খুশকি দূর করতে সজনে পাতার ব্যবহার

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

অনেকেরই প্রিয় খাবারের মধ্য অন্যতম সজনে পাতা ও সজনে ডাঁটা।সজনের পাতাতে  অনেক পুষ্টি থাকে য়া বহু রোগ সারানোর পাশাপাশি খুশকি ও চুলের শুষ্কতা দূর করতেও এই পাতা কার্যকরী ভূমিকা পালন করে।এছাড়াও থাইরয়েড, পিসিওএসের মত হরমোনজনিত সমস্যা থেকে মুক্তি পেতে ডায়েটে সজনে পাতার রস বা তরকারি জুড়ি মেলাভার।
প্রশ্ন এখন, কোথায় পাবেন সজনে পাতার পাউডার?তাও আবার চুলের জন্য। 
এখন খুব সহজেই বাজারে বা অনলাইনে সজনে পাতার গুঁড়ো বা পাউডার পাওয়া যায়।তবে চাইলে বাড়িতেও তা খুব সহজ ও দ্রুত উপায়েই বানিয়ে নিতে পারেন।
একনজরে দেখে নিন কীভাবে সজনে পাতার পাউডার বানাবেন- 
● প্রথমে ধুয়ে ফেলার পর একটি শুকনো পরিস্কার সুতির কাপড়ে ছড়িয়ে দিন। শুকিয়ে নেওয়ার প্রক্রিয়াটি দ্রুত করার জন্য এটিতে অন্য কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। একবার পাতাগুলি শুকিয়ে গেলে একটি বড় প্লেটে ডাল থেকে সরিয়ে তারপর ছড়িয়ে দিন। সজনের পাতগুলি নিয়ে ডালটি ফেলে দিন।
● সূর্যের তাপে একাবারেই রাখবেন না।বিশেষজ্ঞদের মতে, তীব্র তাপপ্রবাহ বা গরমকালের মধ্যে তৈরি করেন তাহলে সূর্যের তাপ থেকে রক্ষা পেতে একটি পাতলা সুতির কাপড় দিয়ে পাতা ঢেকে রাখতে হবে।
● চার থেকে পাঁচ দিন আলাদা করে রেখে দিন।ছয় দিনের মাথায় পাতাগুলি সম্পূর্ণ শুকনো ও মুচমুচে দেখালে পাতাগুলো গুঁড়ো করার ব্যবস্থা করতে হবে।
● মনে রাখবেন,পাতা শুকনো হওয়ার সময় তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়।বেশিরভাগ ক্ষেত্রেই পাতাগুলি শুকোতে ২দিন সময় লাগে।তবে অনেকসময় তা সাতদিনও সময় লেগে যায়।
● এরপরে একটি কাচের পাত্রে শুকনো পাতাগুলি সংরক্ষণ করা হয়।তারপর ধীরে ধীরে কফি গ্রাইন্ডারে রেখে দিন।পাতাগুলি সূক্ষ্মভাবে গুঁড়ো না হওয়া পর্যন্ত গ্রাইন্ডারে পিষে ফেলুন।
  উপরোক্তভাবে সজনে পাতার পাউডার বানানো হলে তা তাজা ও জৈব পাউডার হিসেবে সংরক্ষিত থাকবে।
এবার দেখে নিন চুলের সমস্যায় সজনে পাতার গুঁড়োর ব্যবহার-
■ সজনে-নারকেল তেল :-
জোজোবা তেল বা ক্যাস্টর অয়েলের সঙ্গে মিশিয়ে তেল হিসাবে ব্যবহার করতে পারেন।
■ হেয়ার প্যাক :-
দই, গোলাপ জল এবং চালের জলের সঙ্গে মোরিঙ্গা পাউডার মিশিয়ে হেয়ার প্যাক বানাতে পারেন।
■ হেয়ার টোনার :-
সজনে পাতা জলের মধ্যে ফুটিয়ে স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন হেয়ার টোনার

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য
Related News