Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দলের সাথে এই টাকার কোন যোগাযোগ নেই, নজরুল মঞ্চে অনুষ্ঠানে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গত ২৩শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। অভিযোগ উঠেছিল আগেও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর সদর দপ্তরে হাজিরাও দেন তিনি। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না, অবশেষে গ্রেফতার হয়েছেন মন্ত্রী। তবে গতকাল নজরুল মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েও দিলেন, দলের সাথে এই বিপুল পরিমাণ টাকার কোন সম্পর্ক নেই। তিনি আরও বলেন, “ আমি জানতাম না পার্থ চট্টোপাধ্যায় এই রকম কাজ করছেন, তাহলে আগেই ব্যাবস্থা নিতাম”, সেই সাথে তিনি আরও বলেন, “ দল প্রভাবশালী কোন নেতাকে চাই না, চাই বিবেকশালী নেতা”। মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে যায়, দল কোন রকম কলঙ্কের সাথে যুক্ত নয়, এই টাকার দায় নেবে না দল। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখীর মুখে আরও এক তথ্য উঠে এসেছে, তার কথায় “ পার্থদা বলতেন আমি দলেন সেকেন্ড ইন কম্যান্ড, আমার কথায় সব। মুখ্যমন্ত্রীও আমার কথার ওপরে কথা বলেন না”, শুধু তাই নয় বৈশাখী আরও জানিয়েছেন, “ পার্থ চট্টোপাধ্যায় বলতেন রাজ্যের শিক্ষা দপ্তর চলবে আমার নাকতলার বাড়ি থেকেই”।

এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দাবি, তদন্তে সাহায্য করছেন না পার্থ চট্টোপাধ্যায়, তবে পার্থ ঘনিষ্ঠা অর্পিতা তদন্তে সাহায্য করছেন। গত রবিবার রাতে কোলকাতা হাইকোর্টের নির্দেশ মতো পার্থ চট্টোপাধ্যায়কে গতকাল সকালেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এমসে, চলে সমস্ত শারীরিক পরীক্ষানিরীক্ষাও। রিপোর্ট বলছে পার্থ চট্টোপাধ্যায়ের এমন কোন শারীরিক সমস্যা নেই, যার জন্য তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। তারপরেই আদালত নির্দেশ দেয় পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতাকে ১৪ দিনের ইডি হেফাজতের। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News