বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের সঙ্গে জুড়ে যাক দাবি মুখ্যমন্ত্রীর

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

"তারপর, সমস্ত পথ একটাও কোনো কথা না বলে
আমরা হাঁটতে থাকি, হেঁটে যেতে থাকি
এক দেশ থেকে অন্য দেশে
এক ধর্ষণের থেকে আরও এক ধর্ষণের দিকে" ---
দেশভাগ সত্যিই বেদনাদায়ক। যদি বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের সঙ্গে এক হয়ে যায় তবে মন্দ কি? যেমনটা হয়েছে পূর্ব এবং পশ্চিম  জার্মানি। বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের সঙ্গে এক হতে পারে এমনটাই মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
গুরুগ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। সোমবারের এই অনুষ্ঠানে ভারতের ঐক্যতার পাশাপাশি তুলে আনেন দেশভাগের কথা। বলেন, "যদি পূর্ব এবং পশ্চিম জার্মানি  এক হতে পারে তবে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। ১৯৯১ সালে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে  তেমনি  ভারত ও অখন্ড হতে পারে। " তিনি আরো বলেন, 'দেশ ভাগ  খুবই বেদনাদায়ক।" সংখ্যালঘু উন্নয়নের স্বার্থে তিনি বলেন, "একমাত্র দেশভাগই সংখ্যালঘু মানুষদের তকমা দেওয়ার কারণ ছিল। যাতে সংখ্যালঘুরা ভয়ে এবং নিরাপত্তাহীনতায় না  থাকে তাই এই সিদ্ধান্ত।" মনোহরলাল খট্টর বলেন বলেন, মোদি সরকারের আমলে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলি সম্পর্ক দৃঢ় হয়েছে। ভারত সবসময় চাই প্রতিবেশী দেশগুলির সঙ্গে তার সম্পর্ক বজায় থাকুক।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজনৈতিক আন্তর্জাতিক
Related News