Flash News
Tuesday, September 23, 2025

মহারাষ্ট্রের মাথেরন, সবুজে ভরা হিলষ্টেশন

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বাঙালি মানেই চিরকালের ভ্রমণ প্রেমিক, আর বাঙালির ঘুরতে যাওয়া মানেই দিপুদা, অর্থাৎ দিঘা, পুরি আর দার্জিলিং। খুব কম বাঙালি আছে যারা দার্জিলিং যায়নি বা দার্জিলিং গিয়ে সুন্দরের প্রেমে পড়েননি। তবে এবার ভাবছেন একটু অন্যদিকে ঘুরতে যাবেন, তাহলে স্বপরিবারে কিংবা বন্ধুদের সাথে চলে যেতেই পারেন মহারাষ্ট্রের মাথেরনে। ভারতের অন্যতম সুন্দর হিলষ্টেশন গুলির মধ্যে অন্যতম হল এই মাথেরন, আর এই বর্ষাকালে তা তো আরও সুন্দর, দেখলে মনে হবে স্বর্গে রয়েছেন আপনি। চারিদিকে সবুজ পাহাড়, তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখলেই ছুতে ইচ্ছে করবে। 

সেই সাথে সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য রয়েছে ট্রয় ট্রেনও। ১৯০৭ সালে প্রথম ব্রিটিশদের হাত ধরে, সেই সূচনা তারপর থেকে মহারাষ্ট্রের সুন্দর হিলষ্টেশনের অন্যতম আকর্ষণ এই ট্রয় ট্রেন। ট্রেনে চেপেই আপনি ঘুরে দেখতে পারেন ভিউ পয়েন্টগুলি। মাথেরনে প্রায় ৩০টির ওপর রয়েছে ভিউ পয়েন্ট। মাথেরন যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে কল্যাণ জংশন, তারপর সেখান থেকে ট্রেনে করে আবার নেরাল জংশন, সেই সাথে খুব সহজেই বুক করে নিতে পারেন গাড়ি, ব্যাস কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মাথেরন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ভ্রমণ
Related News