Flash News
Tuesday, September 23, 2025

পূর্ব রেলের লোকাল ট্রেনে বসে ষ্টেশন গোনার দিন শেষ, চালু টেলিভিশন পরিষেবা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ভারতে যাতায়াতের অন্যতম মাধ্যম হল রেল, খরচও কম, সময় লাগেও কম। এমন মানুষ খুব কমই রয়েছে যারা ট্রেনে যাত্রা করতে ভালোবাসেন না, সে সুপার ফাস্ট ট্রেনের ফাস্ট ক্লাস এসি কোচেই হোক কিংবা প্রতিদিনের ভিড় ঠেলে লোকাল ট্রেনে ঝুলে ঝুলে গন্তব্যে পৌঁছান। ট্রেনের যাত্রা মানেই সব সময় একটা নতুন অভিজ্ঞতা। ভারতে প্রথম রেল পথের বিস্তার ব্রিটিশদের হাত ধরে হলেও ভারতীয় রেল বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতীয় রেল প্রতিদিনই তার নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে নতুন নতুন উপহার দিয়ে থাকে আর এবার পূর্ব রেলের উপহার হল লোকাল ট্রেনে এলিডি টিভি।

যদিও এর আগে মধ্যরেলের মুম্বাই ডিভিশনে চালু হয়েছে এই ব্যাবস্থা, কিন্তু পূর্ব রেলে এই প্রথম। লোকাল ট্রেনে বোকার মতো বসে থাকার দিন শেষ, ষ্টেশন গুনে সময় পার করারও দিন শেষ। লোকাল ট্রেনের প্রতিটি কোচের দুই প্রান্তে দুটি করে মোট চারটি স্ক্রিন থাকবে। গতকাল সকাল ১১টা ১৫ মিনিটের হাওড়া ব্যান্ডেল লোকাল দিয়ে সূচনা হয় এই এলিডি স্ক্রিনের। রেল সূত্রে খবর, যাত্রীদের মনোরঞ্জন এবং মুনাফা লাভের আশাই এই নতুন উদ্যোগ। পুরোপুরি বেসরকারি সংস্থার হাত ধরেই লোকাল ট্রেনে চালু হয়েছে এই পরিষেবা। সেই সাথে আগামী কিছু বছরের মধ্যেই পূর্ব রেলের সমস্ত লোকাল ট্রেনেই বসবে এলিডি স্ক্রিন। জানা গিয়েছে এই স্ক্রিনের ৭০ শতাংশ জায়গা জুড়ে দেখানো হবে বিভিন্ন মনোরঞ্জনের বিষয় এবং বাকি ৩০ শতাংশ অংশে দেখানো হবে রেলের সতর্কতা মূলক তথ্য এবং প্রকল্পগুলি। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News