Flash News
Tuesday, September 23, 2025

দেশের প্রথম সুড়ঙ্গপথ কোলকাতায়, কম সময়ে ছুটবে গাড়ি

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati sangbad Digital Desk:

কোলকাতার বুকে সুড়ঙ্গ, ছুটবে গাড়ি। এতদিন পর্যন্ত কোলকাতার মানুষ সুড়ঙ্গ বলতে বুঝত মেট্রো রেল, কিন্তু এবার শহরের বুকে যানজট কমাতে উদ্যোগ নিল হিডকো। ভারতে প্রথম হলেও বিদেশে এই ধরণের পথ রয়েছে অনেক দিন আগে থেকেই, এবার সেই দিকে তাকিয়েই সুড়ঙ্গ প্রস্তুতু করতে এগিয়ে এলো রাজ্য সরকারের সংস্থা হিডকো। হিডকো সূত্রে খবর, নিউটাউন থেকে বিমান বন্দর পর্যন্ত তৈরি হবে এই সুড়ঙ্গ পথ। যদিও প্রথম পর্যায়ে নিউটাউনের বিশ্ববাংলা গেটের নিচ থেকে শুরু হবে কাজ যা নারকেল  বাগান মোড় পর্যন্ত যাবে, পরে সেটিকেই সম্প্রসারণ করে নিয়ে যাওয়া হবে বিমান বন্দর পর্যন্ত। এই সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেলে শহরের যানজট এড়িয়ে সহজেই পৌঁছে যাওয়া যাবে বিমান বন্দর বলে আশাবাদী হিডকো। সুড়ঙ্গ তৈরিতে খরচ হবে ৬৮ কোটি টাকা, সুড়ঙ্গে থাকবে গাড়ি চলাচলের বিশেষ লেন, সেই সাথে পথচারীদের জন্য ফুটপাথের ব্যাবস্থা থাকছে এই সুড়ঙ্গে। হিডকো সূত্রে খবর, টানেল তৈরিতে ব্যাবহৃত হবে অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি, সেই সাথে অত্যাধুনিক লাইটেরও ব্যাবস্থা থাকবে, যাতে সাধারনের কোন রকম অসুবিধে না হয়।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News