Flash News
Tuesday, September 23, 2025

সিনিয়ার সিটিজেনদের ভাড়াতে মিলবে না ছাড়, বড় ঘোষণা রেলমন্ত্রীর

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রেলে বয়স্ক যাত্রী এবং ক্রীড়া ব্যাক্তিদের ক্ষেত্রে আর মিলবে না ছাড়, সংসদে স্পষ্ট জানিয়ে দিলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করোনার আগে পর্যন্ত রেলে মিলত সিনিয়ার সিটিজেন ছাড়, কিন্তু বর্তমানে রেলে অসংরক্ষিত টিকিট চালু হলেও চালু করা হয়নি সেই ছাড় দাবি উঠেছিল একাধিক বার কিন্তু তার পরেও ছাড় দিতে নারাজ রেলমন্ত্রী। করোনা পূর্বে রেলের নিয়ম অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে ৬০ বছর হলে টিকিটের দামে ৪০ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর হলেই ৫০ শতাংশ ছাড় মিলত, অন্যদিকে ক্রীড়াবিদদের জন্য দ্বিতীয় শ্রেণীতে ৭৫ শতাংশ এবং প্রথম শ্রেণীতে ৫০ শতাংশ ছাড় মিলত, কিন্তু এবার থেকে রেলে যাত্রা করতে হলে গুণতে হবে সাধারণ যাত্রীদের সমপরিমাণ ভাড়া। তবে ছাড় মিলবে পড়ুয়া, রোগী এবং মন্ত্রীদের রেল ভাড়াতে।


প্রসঙ্গত, ভারতীয় রেলের আধিকারিকরা একাধিকবার দাবি করেছেন, অর্থাভাবে ভুগছে ভারতীয় রেল, যে টুকু আয় হয় তার বেশির ভাগই আসে পণ্যবাহী ট্রেন থেকে। অন্যদিকে দেশে করোনা পরিস্থিতির ফলে দীর্ঘদিন আটকে ছিল ট্রেন চলাচল, যার ফলে ভারতীয় রেলের আর্থিক সংকট চরমে উঠেছে। কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারিকরণের মূল উদ্দেশ্যই হল অর্থ সংকট থেকে রেলকে মুক্ত করা এবং উন্নত পরিষেবা প্রদান করা, ইতিমধ্যেই দেশে বেশ কিছু যাত্রীবাহী রেল পরিষেবা চালু করেছে বেসরকারি সংস্থা। তার ভাড়া দেখে বলাই যায় সাধারণ মানুষের নাগালের বাইরে সেই পরিষেবা। অন্যদিকে আবার বন্ধ সিনিয়ার সিটিজেনে ছাড়ের পরিষেবা। এদিন সাংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়েছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতা। রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে লিখেছেন, “সরকারের প্রচারের জন্য খরচ ৯১১ কোটি, দেশের শিল্পপতিদের বছরে কর ছাড় এক লক্ষ ৪৫ হাজার কোটি, কিন্তু দেশের প্রবীণ নাগরিকদের জন্য তাদের কাছে টাকা নেই”। কংগ্রেসের পাশাপাশি রেলমন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ বরুন গান্ধীও।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News