Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

নতুন ভুমিকায় শীঘ্রই আসতে চলেছে সকাল ম্যান মির

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

১৯৯৪ সালের ৬ই আগস্ট, তখন এতো বেসরকারি রেডিও স্টেশনের রমরমা ছিল না। সেই সময় ছিল আকাশবাণী। আর তাতেই প্রথমবার শোনা গিয়েছিলো মির আফসার আলীর কণ্ঠ। তার পরে অবশ্য কেটে গিয়েছে অনেকটা বছর। আকাশবাণী ছেড়ে বেরিয়ে পড়েছে মির, তার নতুন ঠিকানা ৯৮.৩ রেডিও মিরচির অফিস। ধীরে ধীরে হয়ে উঠেছে রেডিও  জগতের এক উজ্বল নক্ষত্র। সানডে সাসপেন্সের মির হোক কিংবা ফুডকার ভাইপো, জনপ্রয়তার শিখরেই থেকেছে চিরকাল। সেই সাথে টিভির পর্দাতেও জনপ্রিয় মির, মিরাক্কেল হোক কিংবা চলচ্চিত্র জগত, সমান পারদর্শী সে। কিন্তু হঠাৎ করেই রেডিও জগতের মহমায়া কাটিয়েছে মির। আজ ২১ দিন পূর্ণ হল মির ছাড়া রেডিও মিরচির পথ চলা। কিন্তু তাতেও তার অগণিত ভক্তরা ছুটি দেয়নি তাকে, মন খারাপ মির প্রেমীদের। 
সবার মনেই প্রশ্ন ছিল তাহলে মিরের পরবর্তী পদক্ষেপ কি? তাকে আর কোনোদিন পাওয়া যাবে না বিনোদনের জগতে, সেই প্রশ্নের উত্তরও নিজেই দিয়েছেন মির। সম্প্রতি মির তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন। তাতে স্পট বোঝায় যাচ্ছে, রেডিও ছাড়লেও তাঁর অগণিত ভক্তদের নিরাস করবেন না তিনি। তিনি জানিয়েছেন, “দীর্ঘ ২৮ বছরের অভ্যাস ছেড়ে থাকা খুব একটা সহজ কাজ নয়, ঠিক যেন জল ছাড়া জীবন”। শুধু তাই নয় তিনি আরও বলেছেন, “রেডিও ছেড়েছি ২১ দিন হল, কিন্তু আমি ফিরব নতুন ভবে”। জানা গিয়েছে তাঁর ব্যান্ডেজকে নিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চলেছে সকাল ম্যান মির, তবে ফুডকার দর্শকদের উদ্দেশ্যে তিনি এখনও কিছু প্রকাশ করেননি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News