Flash News
Tuesday, September 23, 2025

রাষ্ট্রপতি ভবনের নতুন বাসিন্দা দ্রৌপদী মুর্মু, আগামী ২৫শে জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠান

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গতকাল প্রকাশিত হয়েছে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের ফল। জয়ী দ্রৌপদী মুর্মু, যদিও আগে থেকেই এই ফলের কথা অনেকেই জানতেন, শুধু গননার অপেক্ষা ছিল। গত ১৮ই জুলাই  সংবিধান মেনেই ক্রস ভোটিং অনুযায়ী হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, তারই ফল প্রকাশিত হয়েছে গতকাল। দ্রৌপদী মুর্মু এখন রয়েছেন দিল্লিতেই, তার নতুন ঠিকানা এবার হতে চলেছে রাইসেনা পাহাড়ের প্রাসাদ প্রমোদ বাংলো। আগামী ২৪শে জুলাই নিয়ম মেনেই দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হওয়ার পালা। তার পরেই ২৫শে জুলাই দেশের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন। এদিন গণনার পরে দ্রৌপদী মুর্মু নাম ঘোষণা করা হয় দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে, তার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন সৌজন্য সাক্ষাতে। শুধু তাই নয় রাষ্ট্রপতির বিজয় মিছিলের আয়োজনও করেছে পদ্ম শিবির। সেই সাথে ভারতের যেই সমস্ত সাংসদরা দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধীও।
যদিও বিরোধীদের একাংশ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছিলেন যশবন্ত সিনহার, তাকে ভোট দিয়েছেন ২০৮ জন সাংসদ এবং প্রাপ্ত ভোটের হিসাব বলছে যশবন্ত সিনহার মত প্রাপ্ত ভোটের ভ্যালু ১৪৫৬০০, অন্যদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিয়েছিলেন ৫৪০ জন সাংসদ, ভ্যালুর হিসাবে বলতে গেলে যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে তিনি। তাঁর মত প্রাপ্ত ভোটের ভ্যালু ৩৭৮০০০, যদিও ১৫টি ভোটকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্বাচন
Related News