Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মুক্তি পেলো ‘৮৩’ য়ের ট্রেলার, উত্তেজনাময় নেটপাড়া

banner

journalist Name : Sayantika Biswas

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে পরিচালক কবির খানের ‘৮৩’ য়ের ট্রেলার প্রকাশ্যে এলো। রণবীর সিংয়ের হাত ধরে বড় পর্দায় উঠে এলো ভারতীয় ক্রিকেট দলের গর্বের ইতিহাস, যা দেখে একেবারে উচ্ছাসে ফেটে পড়লো নেট নাগরিকরা। অবশ্য তা টিজার দেখেই কিছুটা আন্দাজ করা গেছিলোই, আর এবার ট্রেলার দেখে ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গেলো, যে বড় পর্দায় মুক্তি পেলে দর্শকদের মনে কেমন জায়গা করে নেবে ‘৮৩’।  টিজারের আগেই ঘোষণা হয়েছিলো যে ৩০য়ে নভেম্বরে মুক্তি পাবে ট্রেলার, আর হলোও তাই। দর্শকদের অপেক্ষা ভঙ্গ করে ট্রেলার এলো দর্শকদের কাছে।


নিজের টুইটার হ্যান্ডেলে মঙ্গলবার দিন সাতসকালেই ‘৮৩’ য়ের ট্রেলারের লিঙ্ক শেয়ার করে দিলেন ছবির অভিনেতা রণবীর সিং। তিনি টুইটে লিখেছেন “আন্ডারদগদের একটি অবিশ্বাস্য সত্য ঘটনা যা অকল্পনীয় ভাবে টেনে টেনে তোলা হয়েছে!” টুইটে আরো একবার দর্শকদের উদ্দেশ্যে অভিনেতা রণবীর সিং জানিয়ে দিলেন যে ২৪য়ে ডিসেম্বর হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবিটি ৷ ছবি মুক্তি পাবে থ্রি-ডিতেও ৷নেটনাগরিকরা ট্রেলার দেখে এতটাই মুগ্ধ যে সোশ্যাল মিডিয়া অভিনেতা রণবীর সিংয়ের এবং ছবির ট্রেলারের প্রশংসায় একেবারে ভেসে গিয়েছে।


 সোমবার, ছবির তারকারা একটি নতুন পোস্টার শেয়ার করেছেন যেখানে  রণবীরকে দলের অধিনায়ক হিসাবে দেখা গেছে এক হাতে ব্যাট, অন্য হাতে হেলমেট, চোখে বিজয়ের আনন্দ নিয়ে দৌড়াতে দেখা যায় তাকে। পুরো দলকে উত্তেজনায় দৌড়াতে দেখা যায়, এবং তাদের মুখের  হাসি তাদের আনন্দে কথা বলে।

এক কথায় বলতে গেলে দীর্ঘ প্রতিক্ষিত ছবির মধ্যে অন্যতম এই ছবিটি ২০১৯ সাল থেকে এই ছবি ভক্তদের মনে কৌতুহলের সৃষ্টি করেছে। ভারতের ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস এবার পর্দায় বুনলেন রণবীর সিং। বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। ট্রেলার মুক্তিতেই দর্শকদের খিদে এই ছবি ঘিরে আরও বেশ কিছুটা বেড়ে গিয়েছে। মাঠে নামার স্বপ্ন, হাটে ব্যাট নিয়ে জার্সি পরে দেশের জন্য খেলে সম্মান ফিরিয়ে আনার স্বপ্ন, বিশ্বকাপ জেতার স্বপ্ন, প্রথম গোটা  বিশ্বকে চমকে গিয়ে কাপ ঘরে তুলেছিলেন কপিল বাহিনি। প্রত্যেকের লড়াই এক সুক্ষ্ম গল্পই এই ছবির আদ্যপান্ত জুড়ে রয়েছে। 


৮৩' ইংল্যান্ড বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হতে পারে, এমন চিন্তাভাবনা কল্পনাতেও কেউ আনেননি৷ কারণ তার আগের দু’টো বিশ্বকাপে একমাত্র ইস্ট আফ্রিকা বাদে আর কোনও দেশকেই ভারতীয়রা হারাতে পারেনি ৷ ১৯৭৫, ৭৯ বিশ্বকাপের পর ৮৩-র বিশ্বকাপও ইংল্যান্ডে হওয়াতে ওই বছরও ভারতকে নিয়ে বাজি ধরার মতো কোনও লোক ছিল না গোটা বিশ্বেই৷ অথচ সেই সময়ই চকমে দিয়ে বাজিমাত করেছিল ভারত, সেই পটভুমিতেই তৈরি হয়েছে ছবি ৮৩।


এই ছবিতে ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের  চরিত্রে অভিনয় করেছেন রণবীর ৷ কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে রণবীরের রিয়েল লাইফ স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ৷ কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, অ্যামি ভির্ক, হার্ডি সাঁধু, পঙ্কজ ত্রিপাঠি ও সাহিল খাট্টার ৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ বিনোদন ক্রিকেট
Related News