Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মহা সমাবেশের পরে কালীঘাটের বাড়িতে বৈঠক, ২১শে জুলাই হেকটিক সিডিউলে মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ দুই বছর করোনা আবহে বন্ধ ছিল তৃণমূলের মহা সমাবেশ। তবে আজ আবার ধর্মতলার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে মহা সমাবেশ। স্বাভাবিক ভাবেই রাজ্যের তৃণমূল কর্মীদের মহা সমাবেশ নিয়ে উন্মাদনা তুঙ্গে। ঠিক ২৯ বছর আগে আজকের দিনেই তৎকালীন বাম সরকারের বীরুধে মিছিল ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল মহাকরণ গিয়ে স্বচিত্র পরিচয় পত্রের দাবিতে আন্দোলন করা। কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছিলো মহা মিছিল। সেই মিছিল ঘিরে শুরু হয়েছিলো উত্তেজনাও, শুধু তাই নয় পুলিশের লাঠিতে মৃত্যু হয়েছিলো অনেকেরই, আহত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো নিজেই। সেই শুরু, তার পর থেকে প্রতি বছরই বছরের এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আসছে ঘাসফুল শিবির।
তবে এবারের মহা সমাবেশে রয়েছে চমক, প্রথমেই কর্মীদের সামনে আসবেন না তৃণমূল নেত্রী, আসবেন একটু দেরিতেই। তৃণমূল সূত্রে খবর, শুধু মহা সমাবেশে যোগ দিয়েই শান্তিতে বসবেন না নেত্রী, আজ বিকেলেই লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সাথে বিকেল ৪টে নাগাদ নিজের কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তিনি। তবে ঠিক কি নিয়ে বৈঠক হবে তা স্পষ্ট নয়, কিন্তু রাজনৈতিক সমালোচকদের কথায় উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রণকৌশল আজই বৈঠকে প্রস্তুত করতে পারেন তৃণমূল নেত্রী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News