Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আজ ২১ শে জুলাই শহীদ দিবসে জনসমাবেশ, ওয়ান ওয়ে করা হল অনেক রাস্তা

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

২১ শে জুলাই ধর্মতলায় শহিদ দিবস পালন করবে রাজ্যের শাসকদল। প্রস্তুতি পর্ব প্রায় সাড়া। করোনার কারণে গত ২ বছর প্রকাশ্য সমাবেশ হয়নি। তাই এবছর রেকর্ড ভিড় হবে বলে দাবি করছে তৃণমূল। প্রতিবারই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসে ধর্মতলায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা ধর্মতলায় এসে জড়ো হতে শুরু করেছেন। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূলের এই প্রথম শহিদ দিবসের আয়োজন।
১৯৯৩ সালের ২১ জুলাই কংগ্রেসের তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়। ওইদিন মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মীর প্রাণ যায়। ১৯৯৩ সালের মহাকরণ অভিযানের কথা মনে রেখেই ২১ জুলাই প্রত্যেকবার শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হবে ২১ জুলাইয়ের সভা। ভোর ৪টে থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিস। প্রশাসন সূত্রে খবর ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা নিয়ন্ত্রণ থাকবে যান চলাচল। আর্মহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী) বিধান সরণির কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী) কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী) ব্রেবন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী) স্ট্র্যান্ড রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী) বিবি গাঙ্গুলী স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী) বেন্টিং স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী) এছাড়াও নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণী (বি কে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) প্রভৃতি রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে।
এদিন সকাল ৯টা নাগাদ ২১ জুলাইয়ের উদ্দেশ্যে টুইটার বার্তায় তুলে ধরা হল ওই দিনের ইতিহাস। ট্যুইটারে লেখা হয়েছে, ‘২১ জুলাই একটা আবেগ। হৃদয়ের ভীষণ কাছের একটি দিন। ১৩ জন কর্মীর অকালমৃত্যুতে আমরা শোকস্তব্ধ। তবে কথা দিচ্ছি, তাঁদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। শহিদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।’ ঠিক তার কিছুক্ষণ পর শহরের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছান জেলার কর্মী-সমর্থকরা। তাঁদের ‘দিদি’কে দেখতে ভিড় জমছে ধর্মতলা সভা চত্বরে। কারোর হাতে প্ল্যাকার্ড তো কেউ আবার সারা শরীরে তৃণমূলের পতাকা এঁকেছেন। কেউ আবার বহুদূর থেকে হেঁটে শহরে পৌছন। সবমিলিয়ে শহিদ দিবসের আবেগে ভেসে উঠেছে গোটা রাজ্য।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News