Flash News
Monday, September 22, 2025

ছবির প্রচারে এসে বোল্ড নীল পোশাকে নজর কাড়লেন শ্রীদেবী কন্যা

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

আসন্ন ছবি 'গুড লাক জেরি'র প্রচারে ব্যস্ত জাহ্নবী। কিন্তু তিনি যত ব্যস্তই হোন না কেন ফ্যাশনেবল থাকতে কখনোই মিস করেননা। শ্রীদেবী কন্যাকে গতকাল ছবির প্রচারে এক নীল রঙের জাম্পস্যুটে দেখা গেছে। জাহ্নবীর বডি হাগিং জাম্পস্যুটটিতে কিছুটা অংশ স্বচ্ছ, সেখান থেকেই দেখা যাচ্ছে নায়িকার শরীরের কিছুটা অংশ। তার এই বোল্ড নীল পোশাকে বক্ষ বিভাজিকার স্পষ্ট আভাস ও খোলা চুল রীতিমতো ঝড় তুলে দিয়েছে নেট দুনিয়ায়৷
এর আগে তার বিভিন্ন ছবির প্রচারে তাকে নানারকমের লুকে দেখা গিয়েছিল। কখনও অফ হোয়াইট শাড়িতে আবার কখনও হলুদ গ্রাউনে। কিন্তু নীল রঙ নাকি নায়িকার ভীষণই প্রিয়। তাই মাঝে মধ্যেই নীল পোশাকে দেখা যায় তাকে। এর আগে মুম্বইতে ছবিটির একটি প্রচার ইভেন্টে নীলাম্বরী হয়ে এসেছিলেন জাহ্নবী। নীল প্রিন্ডেট ব্রালেট আর সঙ্গে শারারা সঙ্গে একটি নীল রঙা দোপাট্টা। 
'গুড লাক জেরি'-তে, তিনি জয়া কুমারী ওরফে জেরি চরিত্রে অভিনয় করেছেন। বিহারের একজন অভিবাসী যিনি পাঞ্জাবের একজন ড্রাগ ডিলার হয়ে ওঠেন তার মায়ের চিকিৎসার বিল জোগাড় করার জন্য। যিনি স্টেজ ২ ক্যান্সারে আক্রান্ত। মায়ের অসুখ, বোনের জীবন সামাল দিতে কত মেয়ে এভাবেই লড়াই চালিয়ে যায় তাঁদেরই প্রতিনিধিত্ব করবেন অভিনেত্রী৷ গল্পে যদিও আরও অনেক মোড় রয়েছে তবে তা সামনে আসবে আগামী ২৯ জুলাই৷ জাহ্নবী কাপুরের 'গুড লাক জেরি' আগামী ২৯ জুলাই ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে। তারই সম্প্রচারে ব্যস্ত এখন নায়িকা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News