#Pravati Sangbad Digital Desk:
সাফাই কর্মীর বেতন লাখ টাকা! শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়াটা স্বাভাবিক, কিন্তু আসলেই এমনই ঘটেছে অস্ট্রেলিয়াতে। জানা গিয়েছে, সে দেশে সাফাই কর্মীদের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু মিলছে না কর্মী। যার জন্য ঘণ্টা পিছু বেতন বৃদ্ধি করছে সেখানকার সাফাই কর্মী নিয়োগকারী সংস্থাগুলি, কিন্তু তাতেও কিছু লাভ নেই। জানা গিয়েছে, আগে সাফাই কর্মীদের প্রতি ঘণ্টায় বেতন ছিল সেখানকার হিসাবে ৩৫ ডলার যা ভারতীয় মুদ্রার হিসাবে ২৭০০ টাকা, বর্তমানে এক লাফে তা বাড়িয়ে করা হয়েছে ৩৬০০ টাকা কিন্তু তাতেও দেখা মেলেনি সাফাই কর্মীর, এখনও পূরণ হয়নি শুন্য পদগুলিও। আবার অনেক সংস্থা প্রতি ঘণ্টায় বেতন করেছে ৪৭০০ টাকা। সূত্রের খবর, সেখানে অনেক সংস্থা তাদের সাফাই কর্মীদের মাসে ৮ লক্ষ টাকার কাছাকাছি বেতন দিচ্ছে, কিন্তু তাতেও ঘাটতি মিটছে না। ভারতের মতো দেশে যেখানে প্রতিমাসে সাফাই কর্মীরা ঠিক মতো বেতনই পান না, পেলেও তা খুবই সামান্য সেখানে অস্ট্রেলিয়ার মতো দেশে সাফাই কর্মীদের এতো বিপুল অর্থ বেতনের কথা শুনে স্তম্ভিত হচ্ছেন সকলে।