Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

সুভাষের মনে স্বামী বিবেকানন্দ

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

প্রথম পর্ব ( আত্মিক মিলন)
স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু যেন একই গতে বাঁধা দুটি সুতো। চিকাগো মহাসন্মেলনে ভারতীয় সংস্কৃতির জয়ধ্বজা উড়িয়ে স্বামীজি দেশে  ফিরলেন ১৯৮৭ সালে। দেশে ফিরে এসে ১৫ই জানুয়ারী চেন্নাইতে 'ভারতের ভবিষ্যৎ'নামে একটি একটি সন্মেলনে  স্বামীজি দেশবাসীর উদ্দেশে বললেন, ' আগামী পঞ্চাশ বছর আমাদের ভারতমাতাই আমাদের দেবতা হোক, অন্যান্য অকেজো দেবতাকে এই কয়েক বছর ভুলে গেলে তাতে ক্ষতি নেই। অন্যান্য সব দেবতা ঘুমাচ্ছেন, তোমার স্বজাতি- এই দেবতাই একমাত্র জেগে আছেন- সব জায়গাতেই তাঁর হাত, সব জায়গাতেই তাঁর কান, তিনি সব স্থান জুড়ে আছেন।' কালক্রমে, এর ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ ২৩শে জানুয়ারী ১৯৮৭ সালে সুভাষ বোস জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে সুভাষ বসুর জীবনে চলার পথে স্বামীজির বানীকে মূলমন্ত্র মেনে সন্ন্যাসী হওয়ার প্রবল ইচ্ছা ত্যাগ করে, নিখোঁজ হওয়ার আগের দিন পর্যন্ত দেশকে স্বাধীন করার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কূটনৈতিক কারণে নেতাজী অন্তর্হিত হতে বাধ্য হন। কেউ কেউ বলে তিনি বিমান দুর্ঘটনাতে মৃত আবার কেউ বলে তিনি সন্ন্যাসী হয়ে মোক্ষলাভের পথে এগিয়ে গিয়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image