Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ভারতীয় আদিবাসীদের ইতিকথা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

(প্রথম পর্ব)

কয়েকদিন আগে মিছিল,নৃত্য,আবীর-খেলা ও লাড্ডু বিতরণের মাধ্যমে মহা সমারহে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মাননীয়া দ্রৌপদী মুর্মু বা প্রথম আদিবাসী মহিলা। তবে ঐ মুহুর্তে দ্রৌপদী মুর্মু না এক আদিবাসী মহিলা শপথ নিলেন এইটা ভাবতে গিয়েই কালঘাম ছুটে যাওয়ার অবস্থা।অবশেষে মনে হল,দ্রৌপদী মুর্মু বা এক আদিবাসী মহিলা যিনিই শপথ নিক না কেন,প্রকৃত পক্ষে,আমরা ৭৫তম ভারতে মহা অমৃত মহোৎসবের মাঝে,১৫তম এবং মহিলা হিসেবে দ্বিতীয় রাষ্ট্রপতি পেলাম এবং এটাই হল মোদ্দা কথা। যে বিষয় নিয়ে এখন আমার  এই প্রতিবেদন সেটা হল দ্রৌপদী মুর্মু কে যদি ও বা চিনি বা চেনা যায়,কিন্তু আদিবাসী কারা,তাদের চিনবই বা কি করে এবং আমাদের সমাজে তাদের অস্তিত্ব ও গ্রহণযোগ্যতা কোথায়। বর্তমানকালে এই ঘুণ ধরা আর্থসামাজিক সিস্টেমের জাঁতাকলে তাদের অবস্থানটা কোথায়? শুধুই কি আদিবাসীরা- একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা রাজ্যপালের প্রতীকী হিসেবে বেঁচে থাকবে। অবশ্যই পরের অধ্যায়ে প্রতীকী শব্দের উত্তর খোঁজার চেষ্টা করবো ও আপনাদের সামনে রাখবো।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image