#Pravati Sangbad Digital Desk:
বিতর্ক যেন বলিউডের পিছুই ছাড়ছে না। করোনাকালের পরে হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া বাকি সব ছবিই বাজারে মুখ থুবরে পরেছে। এখন তাঁর সঙ্গে গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছে করণ জোহারের রিয়েলিটি শো।
ঘটনাটির সুত্রপাত হয় আমির খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে এসেছিলেন করিনা কাপুর খান এবং আমির খান। সেখানে র্যাপিড ফায়ার রাউন্ডে, জোহার আমির খান কে প্রশ্ন করেন এই মুহূর্তে ভারতীয় দলের অন্তর্ভুক্ত তিনজন খেলোয়াড়ের নাম। আমির উত্তরে প্রথমে বিরাট কোহলি-র নাম বললেও আচমকাই বলে বসেন রোহিত শেট্টির নাম। সেই মুহুর্তে সঞ্চালকের আসনে বসে থাকা করণ জোহার এবং অতিথি করিনা কাপুর খান উভয়েই হেসে গড়িয়ে পরেন। যদিও,পর্দার লাল সিং চাড্ডা পর মুহুর্তে নিজের ভুল শুধরে রোহিত শর্মার নাম নেন। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগড়ে দিতে থাকেন ভারতীয় অধিনায়কের ভক্তরা। রোহিত শর্মা ভারতীয় দলের একজন অমূল্য সম্পদ, তাঁর নামের সাথে কিভাবে রোহিত শেট্টির নাম আমির খান মিলিয়ে ফেলতে পারেন এই দাবি তুলে আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দেয়। তবে অনেকেই এই ভুলকে গুরুতর অপরাধ আখ্যা দিতে নারাজ। তাঁদের বক্তব্য ‘মানুষ মাত্রই ভুল হয়, আমির খানও মানুষ। তাই এই ভুল হতেই পারে। প্রসঙ্গত এই ‘কফি উইথ করণ’ শোতেই বিতর্কিত মন্তব্যের জেরে বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ড্য এবং কে এল রাহুল। আগামী ১১ আগস্ট ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে এই মন্ত্যবতে বলিউডের কপালে ফের চিন্তার যে ভাঁজ পড়ল তা নিঃসন্দেহে বলা যায়।