Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মূল্য বৃদ্ধিতে সুর চড়ালেন ডেরেক

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যসভায়  কেন্দ্রের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং পণ্যের উপর বসানো জি এস টির তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন তিনি। একুশের নির্বাচনে  প্রধানমন্ত্রীর পরাজয় এবং মুখ্যমন্ত্রীর সাফল্যের কথাও উল্লেখ করেন। ট্রেজার বেঞ্চ কে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। বিপক্ষরা হইচই করে  ওঠেন। তাদের উদ্দেশ্যে বলেন, চৌদ্দ মাস কেটে গেল, এখনও আপনাদের গায়ে এত জ্বালা।
একটি কাল্পনিক দম্পতির গল্পকে ডেরেক প্রতীকের মতো ব্যবহার করেন  তার বক্তৃতায়। সকালের টুথপেস্ট সাবান অফিসে যাওয়ার জন্য জ্বালানি এবং বিকেলে মুড়ি খাওয়া থেকে শুরু করে টমেটো পর্যন্ত হবেই চাপানো হয়েছে জিএসটি। বেড়েছে মূল্যবৃদ্ধি। সেই ক্লান্ত দম্পতিরা বিধ্বস্ত হয়ে যখন বাড়ি ফেরেন, তখন ছেলেটি বলেন 'মোদি হে তো মুমকিন হে'। মেয়েটি বাংলায় ছড়া কেটে বলে, 'ছিঁড়ে মুড়ি বাতাসা, মোদী শাহের তামাশা'।
ডিরেক্ট দেখিয়েছেন রাজ্যগুলি থেকে কেন্দ্রের বাড়তি সেস আদায়ের তথ্য ও পরিসংখ্যান। তিনি আরো বলেন, দেশে কর্মসংস্থানের হার  কমেছে এবং ডলারের নিরিখে টাকার দামও কমছে। ডেরেক বলেন, আমেরিকার মূল্য বৃদ্ধি তো নয় শতাংশ আর ভারতের মূল্য বৃদ্ধি ৭ শতাংশ এই নিরিখে টাকার দাম বাড়া উচিত তবে কমছে কেন? বাংলায় বিজেপির হারের প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন। তা বিনামূল্যে চাল অথবা চিকিৎসা থেকে ঔষধ পর্যন্ত অথবা লক্ষীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প পর্যন্ত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News