Flash News
Tuesday, September 23, 2025

ফের মাংকিপক্স আক্রান্ত দেশে, দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্ত আফ্রিকান ব্যক্তি

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি দেশে ঊর্ধ্বগামী মাঙ্কি পক্স আক্রান্তের সংখ্যা। এবার দেশের রাজধানী দিল্লিতে আরো একজন মাঙ্কিপক্স আক্রান্তকে ধরা হলো। এর আগে আমরা মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে সম্প্রতি মারা যাওয়ার খবর পেয়েছি বছর বাইশের কেরলের ত্রিশূলের এক যুবককে। এটি প্রথম দেশে মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। মৃত্যুর পর কেরল সরকার জানায় ছেলেটি সংযুক্ত আরবের আমিরশাহ থেকে ফিরছিলেন। এই নিয়ে দেশের মোট ছজনের শরীরে মাঙ্কিপক্স দেখা গিয়েছে। আফ্রিকার একটি বছর ৩৫ এর ব্যক্তি কে মাঙ্কিপক্স আক্রান্তের সন্দেহে রাজধানী দিল্লির সরকার এবং বিমানবন্দরের কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। সম্প্রতি তাকে ভর্তি করা হয়েছে দিল্লির সরকারি হাসপাতাল এলএনজেপিতে। তার দেহে মাঙ্কিপক্সের বিভিন্ন লক্ষণ যেমন জ্বর ফোসকা পরা ইত্যাদি দেখা দিয়েছে তবে আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন তিনি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি।

তবে মাঙ্কিপক্স নিয়ে বিশেষ সচেতনতা বার্তা দিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেরই জ্বর সর্দি কাশির মতো রোগ হচ্ছে। তবে জ্বর যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে  স্বাস্থ্য মন্ত্রক। জ্বরের সাথে যদি গায়ে ফোসকার মত কিছু ওঠে তাহলে তৎক্ষণাৎ দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News